বাংলা নিউজ > বায়োস্কোপ > Sherlock Holmes: দুই গুরুর মাঝে রুদ্রনীল! জানালেন শার্লক আর ওয়াটসনের থেকে কী শিখলেন

Sherlock Holmes: দুই গুরুর মাঝে রুদ্রনীল! জানালেন শার্লক আর ওয়াটসনের থেকে কী শিখলেন

রহস্যের জালে কে কে মেনন-রণবীরের সঙ্গে রুদ্রনীল

Sherlock Holmes: ভারতে তৈরি হতে চলেছে শার্লক হোমস। কোনান ডয়েলের তৈরি করা এই চরিত্র নিয়ে সৃজিত মুখোপাধ্যায় একটি ওয়েব সিরিজ বানাবেন। অভিনয়ে দেখা যাবে কে কে মেনন, রণবীর শোরে এবং রুদ্রনীল ঘোষকে।

শার্লক হোমস এবার ভারতে। তাও বাঙালি পরিচালকের হাত ধরে কোনান ডয়েলের তৈরি এই চরিত্র ভারতে আসছেন। তৈরি হতে চলেছে নতুন ওয়েব সিরিজ। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে দেখা যাবে কে কে মেনন, রণবীর শোরে, রুদ্রনীল ঘোষকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই আগামী কাজের খবর জানালেন অভিনেতা রুদ্রনীল।

ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের শ্যুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। অন্তত তেমনটাই নিজের পোস্টে জানালেন অভিনেতা। তিনি তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'শিক্ষকদের" সাথে কাজের শেষে! প্রিয় অভিনেতা কে কে মেনন ও রণবীর শোরে। প্রায় এক মাস ধরে এক সঙ্গে কাজ হল। আজ শেষ দিন ছিল আমার। কাজের ফাঁকে আড্ডা গল্পের মাঝেও কী করে জীবন্ত চরিত্র হয়ে উঠতে হয়, গভীরতায় ডুব দিতে হয় তা আরও বেশি করে শিখলাম। ধন্যবাদ প্রিয় পরিচালক বন্ধু সৃজিত মুখোপাধ্যায়।'

গত এক মাস ধরে এই সিরিজের কাজ চলছিল। বাংলার বোলপুরে এই সিরিজের শেষ ভাগ শুট হয়। সেখানেই রুদ্রনীলের চরিত্রের শেষ দিনের কাজের শ্যুটিং হয়। রুদ্রনীলের পোস্ট করা ছবিতে তাঁর একদিকে কে কে মেনন, আরেকদিকে রণবীরকে দেখা যাচ্ছে।

সৃজিত মুখোপাধ্যায় নিজেই কদিন আগেই কে কে মেনন এবং রণবীর শোরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সেটা জানিয়েছিলেন। পরিচালক তাঁর পোস্টে লেখেন, 'কে কে মেনন, রণবীর শোরে, রাসিকা দুগালের সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা। আপনি যদি তাঁদের থেকে ৫০০ শতাংশ চান, ওঁরা ওঁদের ১০০০ শতাংশ আপনাকে উজাড় করে দেবে।'

এই সিরিজে শার্লকের চরিত্রে থাকবেন কে কে মেনন। অন্যদিকে ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীরকে। এই সিরিজের ঘোষণা প্রথম বিবিসি ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়।

রুদ্রনীল তাঁর এই কাজের প্রসঙ্গে এই সময়কে বলেছেন, 'আমি জাতীয় স্তরে কাজ করতে গেলে যাঁরা নাচ গান নয়, কেবল অভিনয়ের জোরে এতদূর এসেছেন তাঁদের লড়াই দেখে অনুপ্রাণিত হই। বিবিসি আর সৃজিতের জন্য আমি এই কাজ করার সুযোগ পেয়েছেন বোলপুরের এই গরমের মধ্যেও যেভাবে কে কে মেনন আর রণবীর অফুরান এনার্জি নিয়ে কাজ করছেন সেটা আমায় মুগ্ধ করেছে।'

বন্ধ করুন