বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree-Mouni Birthday: ভালোবাসার চুম্বন, মাখামাখি আদরে! শুভশ্রী কি তবে ‘বোনুয়া’ পাতালেন মৌনির সঙ্গে?

Subhashree-Mouni Birthday: ভালোবাসার চুম্বন, মাখামাখি আদরে! শুভশ্রী কি তবে ‘বোনুয়া’ পাতালেন মৌনির সঙ্গে?

মৌনির জন্মদিনে শুভেচ্ছা শুভশ্রীর। 

মৌনির জন্মদিনে ভালোবাসা-মাখা বার্তা এল হবু মা শুভশ্রীর থেকে। সঙ্গে দুটো মিষ্টি ছবি। তবে কি নতুন বিএফএফ মৌনি আর শুভশ্রী, প্রশ্ন নেটপাড়ার। 

অনেকেরই ধারণা, নায়িকারা একে-অপরের বন্ধু হতে পারে না! নায়কদের মধ্যে বন্ধুত্ব থাকলেও, নায়িকারা একসঙ্গে থাকা মানেই চুলোচুলি। তবে একথা মিথ্য প্রমাণ করে দিয়েছেন জেন ওয়াইয়ের নায়িকারা। টলিউডের কথাই ধরা যাক না কেন। মিমি চক্রবর্তী আর নুসরত জাহানের মধ্যে একসময় ছিল গলায় গলায় ভাব। ভালোবেসে একজন অপরকে ডাকতেন ‘বোনুয়া’ নামে। এখন সে বন্ধুত্বে ছেদ পড়লেও, তিক্ততা আসেনি। আজ পর্যন্ত একে-অপরের নামে সর্বসমক্ষে নিন্দেও করতে দেখা যায়নি নুসরত বা মিমিকে। বরং একে-অপরের ছবিতে গিয়ে ভালোবাসা বা প্রশংসা করে আসেন সময় মিললেই।

এরকমই বন্ধুত্ব তৈরি হয়েছে আজকাল শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মৌনি রায়ের মধ্যেও। ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে বসার পর যেই বন্ধুত্বের শুরুয়াত হয়। তাঁদের বন্ধুত্বের প্রমাণ বারবার পেয়েছে নেটপাড়া। এই যেমন বুধবার মৌনির জন্মদিনে তাঁকে ভালোবেসে ভরিয়ে দিলেন শুভশ্রী। দুটি ছবি ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। একটি ছবিতে শুভশ্রীর হাতে আইসক্রিমের পাত্র। আর তাঁকে জাপটে ধরে চুমু খাচ্ছেন মৌনি। দুজনেই পরে আছেন কালো পোশাক। অপরটি সেলফি।

ছবি দুটি শেয়ার করে ক্যাপশনে শুভশ্রী লিখলেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার গর্জিয়াস মন @imouniroy।’ জবাবে মৌনি লিখলেন, ‘থ্যাঙ্ক ইউ সুন্দরী’।

এর আগে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান আসার খবরে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল মৌনিকে। ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘এই মাসের সেরা খবর। শুভশ্রী আর রাজের আরও একটি সন্তান আসছে। শুনেই শান্ত থাকতে পারছি না। আনন্দে লাফালাফি করছি।’

ডান্স বাংলা ডান্সের শ্যুটের শেষদিকে অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী। তবে কাজের মধ্যে দিয়েই গোটা প্রেগন্যান্সি পিরিয়ড কাটাচ্ছেন ইউভানের মা। প্রযোজক হিসেবে আবার প্রলয়ের প্রচারের দায়িত্বও সামলেছেন। ডিসেম্বরেই আসার কথা নতুন অতিথির।

এদিকে, মৌনি কিন্তু জন্মদিনে দেশ ছেড়েছেন। জন্মদিনের আগেই উড়ে গিয়েছেন তিনি প্যারিসে। স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে সেখানেই সময় কাটাচ্ছেন একান্তে। রয়েছে পরিবার ও বন্ধুরা।

কোচবিহারের মেয়ে মৌনি। গোয়ার সমুদ্র সৈকতে ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল সূরজের সঙ্গে ২০২২ সালের জানুয়ারি মাসে। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নামবিয়ার। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। বাসিন্দা বেঙ্গালুরুর। শোনা যায়, ২০২০ সালের শুরুতে করোনার প্রথম লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীনই সুরজের প্রেমে পড়েছিলেন এই বলি সুন্দরী।

 

বায়োস্কোপ খবর

Latest News

'৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.