মা-বাবা রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতোই জনপ্রিয় ইউভান। বয়স তার এখনও পেরোয়নি সাড়ে তিনের গণ্ডি। তাতে কি, বাংলার মানুষদের থেকে ভরে ভরে সে পায় ভালোবাসা। ছেলেরও ছোটখাটো নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন রাজ-শুভশ্রী।
বুধবারই সামাজিক মাধ্যমে ছেলের পিয়ানো বাজানোর ভিডিয়ো পোস্ট করে নিয়েছিলেন শুভশ্রী। খাটে বসে পুরো মনযোগ ইউভানের পিয়ানোয়। পরে আছে সে সাদা টি শার্ট, আর নীল রঙের প্যান্ট। শুভশ্রীর কিছু ফ্যান পেজ থেকেও ভিডিয়োটি শেয়ার করে নিয়েছে ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: কোটির মালিক অনন্ত-রাধিকা! বিয়েতে খাবার পরিবেশন করলেন নিজের হাতে, মুগ্ধ সকলে
মা-বাবার সঙ্গে মাঝেমধ্যে সিনেমার সেটেও ভিজিট করেন ইউভান। এর আগে তার দেখা মিলেছিল আবার প্রলয়-এর সেটে। সদ্য শেষ হওয়া বাবালির কলকাতার শ্যুটেও অংশ নিয়েছিল রাজ-পুত্র। যদিও পড়াশোনাতেও বরাবরই আগ্রহ তাঁর। দুই-এর গণ্ডি পেরনোর আগে থেকে স্কুল যাওয়া শুরু। প্লে স্কুলে একবছর লেখাপড়া শেষ করে, সে ভর্তি হয়েছে জুনিয়র স্কুলেও।
আরও পড়ুন: হয় ডায়ালিসিস, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রভাত রায় দু সপ্তাহ পর, এখন কেমন আছেন?
সঙ্গে ইউভানের আরেক বড় দায়িত্ব হল, সে এখন বড় দাদা। নভেম্বর মাসের শেষ দিনে রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে তাঁদের ডল পুতুল ইয়ালিনি। ছেলের পর মেয়েকে পেয়ে খুব খুশি এই দম্পতি। ইউভানও খুশি খেলার নতুন সঙ্গী পেয়ে। হাসপাতালে গিয়েই কোলে নিয়ে নিয়েছিল বোনুকে।
রাজ-শুভশ্রী বিয়ে করেন ২০১৮ সালের এপ্রিল মাসে। ২০২০-এর এপ্রিলে দিয়েছিলেন প্রথম সন্তান আসার সুখবর। ইউভানের জন্ম হয় সেপ্টেম্বরে। এরপর ২০২৩ সালে রাজশ্রী দম্পতি ঘোষণা করেন, তাঁরা সন্তানসম্ভবা। প্রথম থেকেই পরিকল্পনা ছিল দুই সন্তানের। ঠিক করেছিলেন, দুজনের মধ্যে বয়সের ফারাক রাখবেন বছর তিনেকের।
আরও পড়ুন: ৯০ বছর বয়সে সবচেয়ে বড় কনসার্ট আশা ভোঁসলের, পারবেন তো গাইতে আগের মতো গান!
আপাতত মুক্তির অপেক্ষায়, ইয়ালিনির জন্মের পর শুভশ্রীর প্রথম কাজ বাবলি। ছবির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। সিনেমার হিরো আবির চট্টোপাধ্যায়। কদিন আগেই বাবলি লুকে ছবি শেয়ার করে শুভশ্রী সামাজিক মাধ্যমে লেখেন, ‘প্রিয় বাবলি, তুমি আমার অভিনয় করা সবচেয়ে সুন্দর, বুদ্ধিমান, মজার, জটিল, আত্মবিশ্বাসী, মিষ্টি আর প্রেমে ভরা একটা চরিত্র। আমায় বাবলি হিসেবে ভাবার জন্য অনেক ধন্যবাদ রাজ। আবির তোমাকেও ধন্যবাদ অভি হওয়ার জন্য। বিশেষভাবে বলতে চাই সেই মানুষটার কথা, যিনি বাবলির স্রষ্টা, বুদ্ধদেব গুহ। আপনি যদি থাকতেন বাবলি হিসেবে আমাকে দেখার জন্য…’