বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা, তাই আলোচনা তো হবেই। জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস'-এর হাত ধরে ডেবিউ করছেন সুহানা খান। তবে তাঁর অভিনয় দুনিয়ায় পা রাখার পিছনে বাবা শাহরুখ, মা গৌরীর ভূমিকা কতটা মুখ খুললেন সুহানা খান। বাবা-মাকে 'পথপ্রদর্শক' বলে উল্লেখ করেছেন সুহানা।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম দিনের শ্যুটিং নিয়ে মুখ খুলেছেন সুহানা খান। ঠিক কী বলেছেন শাহরুখ কন্যা? সুহানার কথায়, ‘আমার মনে হয় নেটফ্লিক্সের ছবিতে থাকা এবং একজন অভিনেতা হিসাবে বাস্তবের শ্যুটিং সেটে কাজের সময় থাকা, এই দুই বিষয়ে অনেক পার্থক্য। কারণ শ্যুটিং সেটে যে পরিমান লোকজন থাকে, আলো থাকে, এছাড়া সেট, চুল, মেকআপ, সবমিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সবকিছুর মাঝখানে, নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার চারপাশে সবাই পরিচালকের দৃষ্টিভঙ্গিতে, জোয়ার দৃষ্টিভঙ্গিতে দেখছেন। সবমিলিয়ে প্রথমদিন ভীষণ নার্ভাস লাগছিল।’
আরও পড়ুন-'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আরও পড়ুন-৯ বছরের দূরত্বে ইতি! সলমনের বাড়িতে অরিজিৎ সিং, ভাইজানের রাগ কমল?
আরও পড়ুন-বিমানবন্দরের লাউঞ্জে ঢুকতে দেওয়া হল না নীনা গুপ্তাকে, কী ঘটেছে?
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
তাঁর জীবনে বাবা-মা শাহরুখ-গৌরীর ভূমিকা প্রসঙ্গে সুহানা বলেন, ‘আমি ওঁদের আমার সমালোচককে বলব না, ওঁরা আমার পথপ্রদর্শক, আমার বাবা-মা-ই আমায় পথ দেখিয়েছেন। আমার পুরো পরিবার একে অপরকে সাহায্য করে।' সংবাদ সংস্থা PTI-কে সুহানা এবিষয়ে আরও বলেন, 'আমি আমার মাকে জিজ্ঞাসা করি 'ওটা কি ঠিক ছিল? আমার চুল ঠিক আছে? আমার পোশাক ঠিক আছে?’
প্রসঙ্গত, নেটফ্লিক্সের ছবি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ সুহানা ভেরোনিকার চরিত্রে অভিনয় করেছেন। ‘দ্য আর্চি’ নামে একটি জনপ্রিয় আমেরিকান কমিক্স রয়েছে, সেটার উপর ভিত্তি করেই এটাকে ভারতীয় লাইভ-অ্যাকশন মিউজিক্যাল মুভি বানিয়েছেন জোয়া। ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে সুহানা ছাড়াও বলিউডে ডেবিউ করছেন প্রয়াত তারকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর (বেটি), অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা (আর্চি)। আর এখানে রয়েছেন বেদাং রায়না। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে 'দ্য আর্চিস'।