দিনকয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন পরিচালক ভিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারা। বিয়ের মাত্র চারমাসের মাথায় যমজ সন্তানের জন্ম দেন এই দম্পতি। সঙ্গে উসকে দেন সারোগেসি বিতর্ক। কারণ, সন্তান আসার খবর দেওয়ার সপ্তাহখানেক আগেও দেখা মিলেছিল শাহরুখের নায়িকার, ‘গডফাদার’ ছবির প্রোমোশনে। আর তাঁকে দেখে কখনই মনে হয়নি তিনি মা হতে চলেছেন। তবে সারোগেসি বিতর্কে এখনও মুখ খোলেননি নতুন মা-বাবা। তবে ভিগনেশ একের পর এক ইঙ্গিতমূলক ইনস্টা-স্টোরি দিয়ে বিতর্কের রেশ আরও বাড়িয়ে তুলছেন।
এবার ভিগনেশের ইনস্টা স্টোরি কথা বলছে জীবনে ‘সঠিক মানুষ’ বাছাই করা নিয়ে। পোস্টে লেখা আছে, ‘এমন মানুষকে বেছে নিন যারা আপনাকে বলবে সঠিকটা কী, সেটা যতই কঠিন হোক না কেন’! যদিও কেন, কী কারণে এই পোস্ট তা খোলসা করেননি পরিচালক। তবে অনেক ভক্তই তা জুড়ে দিয়েছেন সারোগেসি বিতর্কের সঙ্গে। ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’ যা লাগু হয়েছে ২২ জানুয়ারি ২০২২ থেকে তা অনুসারে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নিষিদ্ধ করা হয়েছে। শুধু কল্যাণের স্বার্থে তা করা যেতে পারে।
এই প্রথম নয় যখন ভিগনেশ অদ্ভুত পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যারা যত্নশীল তাদের প্রতি মনোযোগ দিন। যারা সবসময় আপনার সঙ্গে আছে। কে আপনার ভালো চায় তা দেখুন। তারাই আপনার লোক।’ এই কোট শেয়ার করে পরিচালক লেখেন, ‘একদম সত্যি’। এর কিছুসময় ফের তিনি লেখেন, ‘সবকিছু সঠিক মুহূর্তে আপনার কাছে আসে। ধৈর্য্য ধরুন। কৃতজ্ঞ থাকুন।’
সোমবার চেন্নাইয়ের এক প্রেসমিটে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মাত্র চার মাসে আগে সাত পাকে বাধা পড়েছে, এমন দম্পতিরা সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করতে পারবে? সারোগেসির জন্য কি নির্দিষ্ট কোনও সময়সীমা নেই? এরপর স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’-এর তরফে এই নিয়ে নির্দিষ্ট তদন্ত হবে, এবং জাবাবদিহি চাওয়া হবে ভিগনেশ আর নয়নতারার কাছে।
বেশ কয়েকবছর প্রেমের পর ২০২১-এর মার্চ মাসে এনগেজমেন্ট হয় ভিগ্নেশ আর নয়নতারার। এরপর জুন মাসে ঝাঁ চকচকে বিয়ের আসর বসে, যাতে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, রজনীকান্ত, সূর্য, এআর রহমানরা।