Swara-Fahad Wedding: আইনি বিয়ের পর এবার সামাজিক বিয়ের পালা। তারই তোড়জোড় চলছে এখন স্বরা-ফাহাদের বাড়িতে। গতকালই অনুষ্ঠিত হয়ে গেল তাঁদের সঙ্গীত অনুষ্ঠান থেকে মেহেন্দি, গায়ের হলুদের নিয়ম। প্রকাশ্যে এল ছবিও।
1/10আইনি বিয়ের পর এবার সামাজিক বিয়ের জন্য আচার অনুষ্ঠান পালন শুরু হয়ে গেল স্বরা-ফাহাদের বাড়িতে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১২ মার্চ স্বরা ফাহাদের মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান পালিত হয়। রাজনৈতিক নেতা এবং অভিনেত্রীর এই জুটির বিয়ের সমস্ত নিয়ম দারুণ ধুমধাম করেই পালিত হচ্ছে। তার মধ্যেই প্রকাশ্যে এল তাঁদের অদেখা কিছু ছবি।
2/10মেহেন্দিতে অভিনেত্রী একটি কমলা রঙের আনারকলি পরেছিলেন। সঙ্গে ছিল ম্যাচ করা জরোয়ার ঝুমকো, টিকলি এবং আংটি। অভিনেত্রী নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁর এই আনারকলিতে সিলভার দুটো এবং জরির ভরাট কাজ ছিল।
3/10মেহেন্দির অনুষ্ঠানে অন্যদিকে ফাহাদ পরেছিলেন একটি হালকা নীল রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা এবং ছাই রঙের জহর কোট।
4/10মেহেন্দি পরে নিজের হাতের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। ভরাট কাজের মেহেন্দি দেখা যায় তাঁর হাতে। তিনি এই ছবিতে তাঁর স্বামী ফাহাদকে মেনশন করেন ইনস্টাগ্রামে।
5/10তবে একা অভিনেত্রী নন, ফাহাদও তাঁর নামের মেহেন্দি হাতে লাগান। হাতে হৃদয় চিহ্নের মধ্যে লেখেন স্বরা।
6/10অন্যদিকে সঙ্গীতের অনুষ্ঠানে তাঁদের দুজনকে সবুজ রঙের পোশাকে দেখা গেল। স্বরা পরেছিলেন সবুজ লেহেঙ্গা। অন্যদিকে ফাহাদের পরনে ছিল সবুজ শেরওয়ানি।
7/10গায়ে হলুদের ছবিও এদিন পোস্ট করেন অভিনেত্রী। তাঁকে একটি সাদা কুর্তি স্কার্ট এবং মাল্টি কালারের ওড়না পরে থাকতে দেখা যায়। অন্যদিকে ফাহাদের পরনে ছিল সাদা পায়জামা, পাঞ্জাবি।
8/10তাঁরা এদিন হলুদ মাখার সঙ্গে রংও খেলেন। আবির এবং হলুদ মেখে একে অন্যকে জড়িয়ে ধরে ছবি তোলেন।
9/10তাঁদের এই বিয়েতে হ্যাশট্যাগ ‘স্বাদ অনুসার’ ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে তাঁদের বিয়েতে কেবল আত্মীয় এবং নিকট বন্ধুরা উপস্থিত থাকবেন। এঁদের মধ্যে অবশ্যই সোনম কাপুর, দিব্য দত্ত, ফারাজ আনসারীকে দেখা যাবে।
10/10গত মাসের ১৬ তারিখ আনুষ্ঠানিক ভাবে অভিনেত্রী তাঁদের সম্পর্কের কথা এবং আইনি বিয়ের কথা ঘোষণা করেন একটি ভিডিয়ো পোস্ট করে। ফাহাদ হলেন সমাজবাদী পার্টির নেতা। রাজনৈতিক মঞ্চ থেকেই তাঁদের আলাপ, বন্ধু এবং প্রেম। সেখান থেকেই পরিণয়। মেরুন রঙের শাড়ি এবং পাঞ্জাবি পরে তাঁরা আইনি বিয়ে সেরে ছিলেন।