বর্তমানে 'হিন্দি মিডিয়াম' ধারাবাহিকে দেখা গেলেও তিয়াসা লেপচাকে এখনও 'কৃষ্ণকলি' হিসাবেই চেনেন টেলিপর্দার দর্শক। প্রাক্তন স্বামী সুবান রায়ের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর তিয়াসা আবার নতুন প্রেমে পড়েছেন। আর একথা ১৬ অগস্ট জন্মদিনেই খোলসা করেছেন তিয়াসা।
১৬ অগস্ট ২৪-এ পা দিয়েছেন তিয়াসা লেপচা। জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি, হিন্দি মিডিয়াম সহ-অভিনেতাদের সঙ্গেও পার্টি করেছেন তিয়াসা। তবে এখনেই শেষ নয়। তারপর মাঝ রাতে ছিল আরও একটা সেলিব্রেশন। ফের কেক কেটে কাজের মানুষদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তিয়াসা। দুধ সাদা বিছানায় বসে, সাদা অফ শোল্ডার শর্ট ড্রেস পরে কেক কাটতে দেখা যায় তিয়াসাকে। ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, আরও একটা কেক কাটিং। জন্মদিন উপলক্ষে তিয়াসার ঘর এদিন Happy Birthday লেখা বেলুনে সাজানো হয়েছিল।
আরও পড়ুন-উত্তরবঙ্গে শ্যুটিং বাতিল, ফের অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়! হয়েছেটা কী? জানালেন মিথিলা
আরও পড়ুন-'আমার রাজ্য বিপর্যস্ত, কয়েকদিন ধরে বিদ্যুৎ, জল কিছুই নেই', হিমাচল নিয়ে উদ্বিগ্ন কঙ্গনা
জন্মদিনে প্রিয়জনদের সঙ্গে বেশকিছু ছবিও শেয়ার করেন তিয়াসা লেপচা। এদিকে তিয়াসা যে নতুন প্রেমে পড়েছেন, সেকথা এবার ২৪-এর জন্মদিনেই নিজেই ফাঁস করেছেন। প্রেমের গুঞ্জনের কথা মেনে নিয়ে তিয়াসা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামাটাও সেই কিনে দিয়েছে। এখনই নাম জানাতে চাই না। একসঙ্গে ভালো আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’
প্রসঙ্গত, মাত্র ১৯ বছর বয়সেই ২০১৭তে সুবান রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিয়াসা। বিয়ের পরেই আসেন অভিনয় দুনিয়ায়। এরপর ২০২২-এ বিচ্ছেদ হয় সুবান রায় ও তিয়াসা লেপচার। এদিকে নিজের কেরিয়ারের সাফল্যে যে প্রাক্তন স্বামী সুবান রায়ের হাত রয়েছে, সেকথা স্বীকার করেন নেন তিয়াসা। তবে সাফল্য পাওয়ার পর ‘সুবান রায়কে ছেড়ে দিয়েছেন’, এমন কথা ঘোর আপত্তি জানিয়েছিলেন তিনি। বিবাহ-বিচ্ছেদ দুজন মানুষের সম্মতিতেই হয়, শুধুমাত্র বিয়ে ভাঙলে মেয়েদের দায়ী করায় তাঁর আপত্তি রয়েছে। নিজের জীবনে চলার জন্য নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকলের রয়েছে বলে মনে করেন তিয়াসা লেপচা। এদিকে বিয়ে ভাঙার পর, তিয়াসা নতুন প্রেম করলেও সুবান এখনও সিঙ্গল বলেই জানিয়েছিলেন।