‘ক্রু’ ছবিতে অভিনয়ের পর আরও বেশি লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী টাবু। তাঁর ভক্ত সংখ্যা অগণিত। পর্দায় দুর্দান্ত অভিনয় দিয়েই নয়, বরং বাস্তব জীবনেও তাঁর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সকলের হৃদয়ে রাজত্ব করেন অভিনেত্রী। এমন একজন প্রতিভাবান অভিনেত্রী যিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও সুন্দরী হয়ে উঠেছেন। তাঁকে দেখে কেউ বিশ্বাস করতে পারবেন না, বয়সের এই পর্যায়ে এসে পৌঁছেছেন তিনি।
টাবুর পোস্ট
'ভোগ ইন্ডিয়া ম্যাগাজিন'-এর জন্য করা টাবুর ফটোশ্যুট ঘিরে এখন তুমুল চর্চা নেটদুনিয়ায়। বেশ কিছু ছবির প্রশংসা করেছেন নেটিজেনরা। যদিও এই ফটোশ্যুটে টাবুর একটি ছবি দেখে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন ভক্তরা। 'কুৎসিত' মেক-আপের কারণে টাবুর সৌন্দর্য নষ্ট হয়েছে বলে দাবি করেছেন অনেকেই।
আরও পড়ুন: ‘বোঝা ভাগ করে নিয়েছিল..’, পকেটে টাকা ছিল না, বিল দিতেন স্ত্রী সুনীতা, আবেগঘন অনিল
আরও পড়ুন: আকাশ আম্বানির সঙ্গে গাড়িতে কি রোহিত? ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা
টাবুর ছবি ঘিরে চর্চা
টাবু সম্প্রতি 'ভোগ ইন্ডিয়া ম্যাগাজিন'-এর কভার পেজের জন্য একটি ফটোশ্যুট করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ছবি। ভক্তরা তাঁর কিছু ছবি খুব পছন্দ করলেও একটি পোস্ট দেখে নেটিজেনরা হতবাক। ভক্তরা বলছেন, এই ছবিতে টাবুকে সম্পূর্ণ আলাদা লাগছে। প্রচুর মেকআপ ব্যবহার করে তার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: ১১ এপ্রিল জাতীয় পোষ্য দিবস, পোষা বন্ধুর যত্ন নেবেন কীভাবে, জানুন দিনটির ইতিহাস ও তাৎপর্য
নেটিজেনের প্রতিক্রিয়া
৫২ বছর বয়সী টাবুর এই ছবিগুলি দেখে নানা মতামত প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'এত বাজে মেকআপ কেন?' আরেকজন মন্তব্য করেছেন, 'আপনারা ওর সঙ্গে কী করেছেন?' বেশ কিছুজন মন্তব্য করেছেন, টাবুর মেকআপটা অনেক খারাপ করা হয়েছে, যার কারণে ওর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। কয়েকজন অবশ্য পোস্টে অভিনেত্রীর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘নীল আইশ্যাডো খুব ভালো লাগছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘চিরকাল গর্জিয়াস’।
একই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাবুর আরও কিছু ছবি শেয়ার করা হয়েছে, যাতে তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। তাকে দেখে ভক্তরা বলছেন, অভিনেত্রীর বয়স কোনও ভাবেই ৫০-এর বেশি মনে হচ্ছে না।
টাবুর সিনেমা
হিন্দি ছাড়াও, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন টাবু। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'ক্রু' ছবিতে। ছবিতে করিনা কাপুর খান এবং কৃতি স্যাননের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে আরও অভিনয় করেছেন কপিল শর্মা ও দিলজিৎ দোসাঞ্জ। টাবুর পরবর্তী সিনেমা 'অউরও মে কাহা দম থা', যেখানে তিনি মোহিনী চরিত্রে অভিনয় করছেন।