ক্রিসমাসের আগে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। সঙ্গে রয়েছে দুই ছেলে তৈমুর এবং জেহ। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ্জির হাতে লেন্সবন্দি হন তাঁরা। এ বছর কোথায় ঘুরতে গিয়েছেন তারকা দম্পতি তা অবশ্য এখনও জানা যায়নি।
এ দিন বিমানবন্দরে সইফিনাকে স্টাইলিশ উইন্টার আউটফিটে দেখা মিলেছে। করিনা একটি সাদা টপ, ডেনিম প্যান্ট এবং একটি লাল পাফার ভেস্ট পরেছিলেন। নীল জিন্স এবং জ্যাকেটের সঙ্গে টি-শার্টে সইফের দেখা মেলে ক্যাজুয়াল আউটফিটে। যদিও এ দিন লাইমলাইট কেড়েছিল খুদে তৈমুর আর জেহ।
বিমানবন্দরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই বড় দাদার দায়িত্ব পালন করেছেন তৈমুর। ছোট ভাইকে আগলে হাত ধরে সঙ্গে করতে নিয়ে যেতে দেখা গেল তাঁকে। খান পরিবারকে ছেঁকে ধরেছিলেন পাপারাৎজ্জি। টার্মিনালে যাওয়ার আগে করিনা এবং সইফ দুই ছেলের সঙ্গে ছবি তোলার জন্য পোজও দিয়েছিলেন। সইফ পাপারাৎজ্জিদের 'মেরি ক্রিসমাস'-এর অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
স্কুলের একাধিক বাচ্চার মতো মঞ্চে পারফর্ম করতে দেখা গেল সইফ-করিনার বড় সন্তান তৈমুরকে। ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে-র বার্ষিকী দিবসের অনুষ্ঠানে সামিল হয়েছিল সে। আর ছেলেকে মঞ্চে দেখে যেন আনন্দ ধরে রাখতে পারছিলেন না করিনা। এমনকী, করণ জোহরকেও দেখা গিয়েছে চিৎকার করে উৎসাহ দিতে বেবো-পুত্রকে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় ‘নচনে দে সারে’ গানে নাচছেন তৈমুর অ্যান্ড গ্রুপ। সব বাচ্চাদেরই পরানো হয়েছে রঙিন পোশাক। যদিও মধ্যমণি করিনার ছেলেই। তৈমুর পরেছিলেন ফ্লুরোসেন্ট গ্রিন আর গোলাপির কম্বিনেশনে পাজামা-পাঞ্জাবি। চোখে কাজল, মুখে মেকআপ ছিল তার। তৈমুরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।