বাংলা নিউজ > বায়োস্কোপ > Tamannaah Bhatia: বিপাকে তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত, সমন পাঠাল মহারাষ্ট্র পুলিশ, তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ?

Tamannaah Bhatia: বিপাকে তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত, সমন পাঠাল মহারাষ্ট্র পুলিশ, তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ?

তামান্না ভাটিয়া-সঞ্জয় দত্ত

তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একটা অবৈধ অনলাইন বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছেন। যে অবৈধ অ্যাপটির নাম 'ফেয়ার প্লে'। এই অ্যাপেই অবৈধভাবে আপিএল টুর্নামেন্টের সম্প্রচার হয়েছে। এছাড়াও বেটিং চক্র চালানোর অভিযোগ রয়েছে 'ফেয়ার প্লে'-র বিরুদ্ধে।

বড় বিপদে অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁদের ডেকে পাঠাল মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। আগামী ২৯ এপ্রিল তামান্নাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দিতে হবে। এর আগে এই একই মামলায় গত ২৩ এপ্রিল এই সঞ্জয় দত্তকেও হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও সঞ্জয় হাজিরা দেননি, কারণ হিসাবে জানিয়েছেন, তিনি ওইদিন দেশে ছিলেন না। তাই হাজিরার জন্য অন্য তারিখ চেয়েছেন সঞ্জয় দত্ত।

কিন্তু ঘটেছেটা কী?

তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একটা অবৈধ অনলাইন বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছেন। যে অবৈধ অ্যাপটির নাম 'ফেয়ার প্লে'। মাসিক কোনও টাকা ছাড়াই, মাত্র ৫০০ টাকা দিলেই যে অ্যাপের মাধ্যমে পছন্দের সিনেমা, সিরিজ সহ নানান কিছু দেখা যায়। আর এই অ্যাপেই অবৈধভাবে আপিএল টুর্নামেন্টের সম্প্রচার করেছে। যদিও আইপিএল সম্প্রচারের সত্ত্ব একমাত্র Viacom 18-এর কাছেই রয়েছে। কোনও অনুমতি ছাড়াই নাকি এই ফেয়ারপ্লে অ্যাপটিতে IPL-এর সম্প্রচার হয়েছে। যাতে তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি Viacom 18-এর। ভায়াকম 18-এর অ্যান্টি-পাইরেসি দলের দাবি, ২০২৩-এর ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত, ফেয়ারপ্লে অ্যাপটি টাটা আইপিএল ম্যাচগুলি অবৈধভাবে লাইভ দেখিয়েছিল।

আরও পড়ুন-'মাথা ঠুকে কত কেঁদেছি, আমি তো আর বাঁচতেই চাই নি, শুধু সংসার টানতে…', ছলছল চোখে কেন এমনটা বললেন শেখর সুমন

আর এই অ্যাপের প্রচারের জন্য বড় হোর্ডিং লাগিয়ে শহরজুড়ে, মেট্রো, ট্রেন সহ নানান জায়গায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, অভিযোগ, এই অ্যাপটি IPL ম্যাচের জন্য বেশকিছু ক্ষেত্রে লোকজনকে টাকা বাজির রাখার আবেদনও করে এই অ্যাপ। অর্থাৎ বেটিং চক্র চালানোর অভিযোগ রয়েছে 'ফেয়ার প্লে'-র বিরুদ্ধে।

এক্ষেত্রে 'ফেয়ার প্লে'র বিরুদ্ধে Viacom 18-এর দায়ের করা মামলার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। এই মামলায় ইতিমধ্যেই অভিনেতা সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং র‌্যাপার বাদশার সঙ্গে যুক্ত কয়েকজনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এই অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেছেন প্রায় ৪০ জন সেলেব।

এখানেই শেষ নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত প্রোমোটাররা তাঁদের অ্যাপের প্রচার এবং অনুমোদনের জন্য বলিউড সেলিব্রিটিদের টাকা দেওয়ার জন্য বিভিন্ন শেল কোম্পানির তহবিল ব্যবহার করেছেন। আর তাই এই অ্যাপের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে Viacom 18-। ফেয়ারপ্লে অ্যাপটি মহাদেব ওপেন বুক (MOB) প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত বলে অভিযোগ রয়েছে।

 

বায়োস্কোপ খবর

Latest News

ভরদুপুরে রাজাবাজারের বহুতলে হানা দিলেন অমিত শাহের মন্ত্রকের আধিকারিকরা ‘‌এটা ম্যান মেড বন্যা’‌, পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী শাক–সবজির বাজারে আগুন দর, সেঞ্চুরির দোরগোড়ায় পেঁয়াজ, বানভাসী অবস্থা দায়ী স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী? স্পিন বিভাগ শক্তিশালী করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষিত হল স্কোয়াড গ্রামের মেয়ে অলিম্পিকে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা? আরজি কর আবহে ফের উঠে এল ধনঞ্জয়ের ফাঁসির কথা, মামলা কি 'রিওপেন' হবে? পিতৃপক্ষে এই ২ গাছে করুন জল নিবেদন ও পুজো, পূর্বপুরুষদের কৃপায় আসবে সমৃদ্ধি মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.