বাংলা নিউজ > বায়োস্কোপ > Mayilsamy passes away: প্রয়াত জনপ্রিয় তামিল কমেডিয়ান-অভিনেতা, বয়স হয়েছিল ৫৭

Mayilsamy passes away: প্রয়াত জনপ্রিয় তামিল কমেডিয়ান-অভিনেতা, বয়স হয়েছিল ৫৭

তামিল কমেডিয়ান-অভিনেতা মায়িলসামি প্রয়াত

Mayilsamy passes away: তামিল কমেডিয়ান-অভিনেতা মায়িলসামি প্রয়াত। রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। বয়স হয়েছিল ৫৭ বছর। ৩৯ বছরের কেরিয়ারে ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মায়িলসামি।

প্রয়াত তামিল কমেডিয়ান-অভিনেতা মায়িলসামি। রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি। বয়স হয়েছিল ৫৭ বছর। অসংখ্য তামিল সিনেমায় কমেডি এবং রসে ভরপুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা।

তামিলস্টারের প্রতিবেদন অনুসারে, প্রবীণ অভিনেতা কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শনিবার আচমকা অসুস্থ অনুভব করেন অভিনেতা। পরিবারের তরফে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেন্নাইয়ের রামচন্দ্র হাসপাতালে পৌঁছানোর সময় মারা যান তিনি। চিকিৎসকেরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: মালতীকে বুকে আগলে বিছানায় শুয়ে প্রিয়াঙ্কা, ইনস্টায় শেয়ার করলেন মেয়ের মুখের ছবিও

বাণিজ্য বিশ্লেষক রমেশ টুইট করে লেখেন, 'প্রয়াত অভিনেতা মায়িলসামির শেষ ভিডিয়ো..তিনি অস্বস্তি বোধ করেছিলেন.. এরপর পরিবার তাঁকে পোরুর রামচন্দ্র হাসপাতালে নিয়ে যায়, পথেই মারা যাযন তিনি..পরে চিকিৎসেকার নিশ্চিত করেছেন..তিনি বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন.. কিংবদন্তিরা চলে যায়.. শান্তিতে থাকুন!'

৩৯ বছরের কেরিয়ারে ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মায়িলসামি। প্রবীণ পরিচালক এবং অভিনেতা কে ভাগ্যরাজের 'ধাভানি কানাভুগাল'-এর ছবির হাত ধরে অভিনেতা হিসাবে অভিষেক করেছিলেন মায়িলসামি। তামিল চলচ্চিত্র শিল্পে কমেডিতে অভিনয় করে নিজের পদচিহ্ন রেখে গিয়েছেন তিনি। ধুল, ভাসিগারা, ঘিল্লি, গিরি, উথামাপুথিরান, ভিরাম, কাঞ্চনা এবং কাঙ্গালাল কাইধু সে-- ছবির জন্য মায়িলসামি সেরা কমেডিয়ানের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

একজন প্রশংসিত স্টেজ পারফর্মার, স্ট্যান্ড-আপ কমেডিয়ান, টিভি হোস্ট এবং থিয়েটার শিল্পী মায়িলসামি। এছাড়াও তিনি চেন্নাইয়ের সান টিভিতে আসাথাপোভাথু ইয়ারুতে নিয়মিত অতিথি বিচারক ছিলেন। তাঁকে সম্প্রতি ‘নেনজুকু নিধি’, ‘ভিটলা বিশেশাম’ এবং ‘দ্য লেজেন্ড’-এর মতো ছবিতে দেখা গিয়েছে। কমেডিয়ান-অভিনেতার মৃত্যুতে নেটমাধ্যমের পাতায় শোক প্রকাশ করেছেন অনুরাগী এবং সহকর্মীরা।

বায়োস্কোপ খবর

Latest News

সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও ‘ছেলেকে MBBSএ ভর্তি করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস’ কেমোথেরাপির মধ্যেই মিউকোসাইটিস-এ আক্রান্ত হিনা খান, কী এই রোগ ভেজা কাক, ত্রিপলে মাথা ঢাকা ডাক্তারদের! আরজি কর নিয়ে কীভাবে করবেন সাহায্য, জানুন ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ কিংয়ের মুখে অভিষেক-বন্দনা অনন্ত চতুর্দশীতে করুন এই সহজ কাজ, সব সমস্যা থেকে মিলবে মুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.