বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘দ্য কেরালা স্টোরি’ ব্যানের আবেদন খারিজ মাদ্রাজ হাই কোর্টে, কেন বিতর্কে বাঙালি পরিচালকের এই ছবি?

‘দ্য কেরালা স্টোরি’ ব্যানের আবেদন খারিজ মাদ্রাজ হাই কোর্টে, কেন বিতর্কে বাঙালি পরিচালকের এই ছবি?

বিতর্কের শেষ নেই

The Kerala Story Row: সুপ্রিম কোর্টের পর এবার ‘দ্য কেরালা স্টোরি’র মুক্তি আটকাটাতে আবেদন মাদ্রাজ হাই কোর্টে। আবেদন খারিজ করল হাই কোর্ট। সেন্সর বোর্ডের ছাড়পত্র আগেই হাতে পেয়েছেন নির্মাতারা। 

বিতর্ক থামকছে না বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ছবির মাধ্যমে বিদ্বেষমূলক মানসিকতা ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে, এটি একটি ‘প্রোপাগান্ডা’ ছবি এমন অভিযোগ বাম-কংগ্রেসের। কেরলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা ‘দ্য কেরালা স্টোরি’-এমন দাবিও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা সাথীসান। এই বিতর্কের মাঝেও আগামিকাল, ৫ই মে ছবির মুক্তিতে কোনও বাধা থাকল না। 

ছবির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল ‘জামিয়াত-উলেমা-ই-হিন্দ’-সহ একাধিক সংগঠন। যদিও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানায়, ছবিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। বিদ্বেষমূলক মন্তব্যের রকমফের হয়। এমন তো নয় যে, মঞ্চে উঠে দাঁড়িয়ে কেউ ঘৃণাভাষণ দিচ্ছেন! এই ছবিকে চ্যালেঞ্জ জানাতে গেলে উপযুক্ত রাস্তায় সেন্সর বোর্ডের সেই শংসাপত্রকে চ্যালেঞ্জ করতে হবে।' এমনকি জরুরি ভিত্তিতে কেরল হাই কোর্টে ছবির মুক্তি আটকানো সংক্রান্ত পিটিশনের শুনানি নিয়েও রায়দান থেকে বিরত থাকে দেশের সর্বোচ্চ আদালত। 

এদিন সুপ্রিম কোর্টের পথে হেঁটেই এই ছবির মুক্তি আটকানো সংক্রান্ত পিটিশন খারিজ করে দিল মাদ্রাজ হাই কোর্ট। আদালত আবেদনকারীকে প্রশ্ন করে, তিনি সেই ছবি দেখেছেন তিনি। সঙ্গে আদালত জানায়, ‘আপনি শেষ মুহূর্তে এসেছেন কেন? সময়ে এলে হয়ত আমরা কাউকে এই ছবিটি দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলতাম। সবচেয়ে বড় কথা আপনি নিজেই ছবিটা দেখেননি, অথচ সেটি ব্যান করার আবেদন করছেন। আমরা এই আবেদন খারিজ করছি’। 

জোর করে কেরলের হিন্দি ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণ এবং আইসিসে যোগদান করানোর হাড়হিম করা প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবি। শুরুতে দাবি করা হয়েছিল রাজ্যের ৩২,০০০ মেয়ে গায়েব হয়েছে গত কয়েক বছরে। বিতর্কের মাঝে পরে সেই সংখ্যার উপর জোর দেননি নির্মাতারা। মূলত এই ছবিতে যে সব তথ্য তুলে ধরা হয়েছে, সেই সংক্রান্ত নথি-পত্রও সেন্সার বোর্ডে জমা দিতে হয়েছে পরিচালককে। কেরল কীভাবে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হয়ে উঠেছে তা উঠে এসেছে এই ছবিতে। যা ঘিরে চরম আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

ছবির ১০টি দৃশ্যে পরিবর্তন এনে তবে এটিকে ‘A’ সার্টিফিকেট দিয়েছে সেন্সার বোর্ড, তাতেও বিতর্ক থামছে না। তবে বিতর্কের বেড়াজাল পেরিয়ে আগামিকাল মুক্তি পাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। বিপুল শাহ প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি আদানি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

অষ্টমীতে ৭০টির বেশি শো হাউজফুল,জানালেন দেব!৩দিন পর এগিয়ে কে টেক্কা নাকি বহুরূপী বিজয়া দশমীতে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠান এই বার্তা মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল 'মমতার বিরুদ্ধে করা অনশন তুলতে ডাক্তারের বাবা-মা'কে চাপ যোগী পুলিশের, কী সেটিং!' তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.