ফের একসঙ্গে ‘সারাভাই’ পরিবার। একসঙ্গে দেখা গেল মায়া সারাভাই, ইন্দ্রবর্ধন সারাভাই(সতীশ শাহ), মণীশা সারাভাই (রূপালী গঙ্গোপাধ্যায়), মায়া সারাভাই (রত্না পাঠক শাহ) রোশেশ সারাভাইকে (রাজেশ কুমার)। আর ছিলেন শোয়ের মণিষার স্বামী সাহিল সারাভাই অর্থাৎ অভিনেতা সুমিত রাঘবন। মঙ্গলবার মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখা গেল তাঁদের।
ভিডিয়োটি শেয়ার করে রূপালী গঙ্গোপাধ্যায়। ক্যাপশানে লিখেছেন, ‘কিছু বন্ধুত্ব সারাজীবন থেকে যায়।’ নিজের পোস্টের হ্য়াশট্যাগে #friendslikefamily এবং #sarabhais দিয়েছেন রূপালী।
আরও পড়ুন-জওয়ান' আসছে, তার আগে ফের একবার মুখ ঢেকে বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ
আরও পড়ুন-৪৫-এই প্রয়াত কবি, গীতিকার কিংশুক চট্টপাধ্যায়, শোকের আবহ সঙ্গীতজগতে
রূপালীর এই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘সাহিল সারাভাই-এর খবর কী?’ আরেকজন লিখেছেন, ‘৪২ সেকেন্ডের মাথায় গিয়ে সাহিল সারাভাইকে দেখা গিয়েছে ... এতদিন পর সারাভাই পরিবারকে একসঙ্গে দেখে খুব ভালো লাগল।’ কারোর মন্তব্য, ‘SVS এর পুণর্মিলন সবসময়ের জন্য সেরা জিনিস।’ কারোর দাবি, ‘আমরা আপনাদেরকে ফিরে পেতে চাই... সেরা শোগুলির মধ্যে একটি।’ আর একজন লিখেছেন ‘কিন্তু এই ফ্রেমে সাহিল নেই। সুমিত রাঘবন স্যার কোথায় আছেন?’ অন্য একজন অনুরাগীর দাবি, আমরা সিজন 3 চাই।' কারোর কথায়, ‘Awwwww সারাভাইস’, কেউ লিখেছেন ‘ওয়াও অবশেষে এক ফ্রেমে ইতনা ট্যালেন্ট…বহত টাইম বাদ দেখা’ (বাহ একসঙ্গে এতজন প্রতিভা...অনেকদিন পর দেখলাম)।
প্রসঙ্গত, 'সারাভাই ভার্সেস সারাভাই' ২০০৪ এবং ২০০৬ এর মধ্যে দুই বছর ধরে চলেছিল। যদিও এই শোটি জনপ্রিয় হয় বেশ কয়েকবছর পর ২০১৭ সালে দ্বিতীয় সিজনের সময় থেকে। বহুদিন ধরেই অনুরাগীরা এই শো আবারও ফিরিয়ে আনার দাবি তুলেছেন, বহু দর্শকের দাবি সিজন-থ্রি চাই।