আপাতত অভিনয় থেকে বিরতি, প্রচারেই মন দিয়েছেন দেব। প্রচারে নেমে বহু মানুষের মনও জিতে নিতে দেখা যাচ্ছে দেবকে। রাজনীতিবিদ হওয়ার থেকেও 'মানুষ দেব' হিসাবেই বেশি জনপ্রিয় তিনি। এবার লোকসভা ভোটে ঘটাল থেকেই তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন দেব। তবে ঘাটালে প্রচারের পাশাপাশি অন্যত্রও প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। দু'দিন আগেই দেব উড়ে গিয়েছেন উত্তরবঙ্গে। রায়গঞ্জ ও বালুরঘাটের প্রার্থীর হয়ে প্রচার সারছেন তিনি।
২৪ এপ্রিল বুধবার দেব যখন বালুঘাটের এক এলাকায় চপার থেকে নামলেন, তখন হঠাৎই এক মহিলা এসে দেবের দুটো পা ধরে নেন। পরম শ্রদ্ধায় ও যত্নে দেব ওই মহিলাকে তুলে ধরেন। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে তখন সে অনুরাগীর কী উচ্ছ্বাস! প্রিয় তারকাকে ছুঁয়ে ফেলার আবেগে চোখে জলও এসে যায় তাঁর। এরপর দেবের প্রচার র্যালি ঘিরেও উপচে পড়েছিল মানুষের ভিড়।
দেব নিজেই তাঁর বালুরঘাটের প্রচারের কিছু কোলাজ ভিডিয়ো আকারে শেয়ার করেছেন। সঙ্গে জুড়েছেন 'সবকা বান্দা হ্যায় ইয়ে' গান। 'আজকে বালুরঘাট' ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছোট থেকে বুড়ো, দেবের বহু অনুরাগী তাঁকে একটি বার ছোঁয়ার জন্য আবেগে ভেসেছেন। ভিড়ের মাঝে এক তরুণীকে দেবের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিতেও দেখা যায়। প্রচার মিছিল থেকে দেবও আবার কখনও সকলের উদ্দেশ্যে চুমু ছুড়ে দেন।
আরও পড়ুন-সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ…
এদিকে প্রচারে নেমে বিরোধী প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করতে শোনা যায় দেবকে। এদিকে বিরোধী প্রার্থীর প্রশংসা করায় দেবকে খোঁচা দিতে ছাড়েননি অমিত মালব্য। তবে সেটা নজর এড়ায়নি দেবের পাল্টা এক্স-এ পোস্ট করে বুঝিয়ে দেন তিনি সৌজন্যের রাজনীতিই করেন।
শুধু তাই নয়, রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে জন্য বাগডোগরা বিমানবন্দরে নেমেই 'জয় শ্রীরাম' স্লোগান শুনতে হয় ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে কোনও বিরক্তি প্রকাশ না করে সেদিনওই বিজেপি কর্মীকে জড়িয়ে ধরেন দেব।হাতও মেলান।
প্রসঙ্গত, ঘাটল থেকে দেবের বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হিরণ।