নাম তৃষা কৃষ্ণন, দক্ষিণী বিনোদন দুনিয়ায় এই নাম অতি পরিচিত। এমনকি অক্ষয় কুমারের বিপরীতে বলিউডেও অভিনয় করেছেন তৃষা। ছবির নাম ছিল ‘খট্টা-মিঠা’। অতি সম্প্রতি, লোকেশ কনগরাজ পরিচালিত 'লিও' ছবিতে থলপতি বিজয়ের বিপরীতে দেখা গিয়েছে তৃষাকে। ওই একই ছবিতে ছিলেন দক্ষিণী অভিনেতা মনসুর আলি খান। তবে তৃষার সঙ্গে কোনও দৃশ্য ছিল না তাঁর। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে এবিষয়েই কথা বলতে গিয়ে বেঁফাস মন্তব্য করেছেন অভিনেতা মনসুর আলি খান।
ঠিক কী বলেছেন মনসুর আলি খান?
মনসুর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি যখন জানতে পারি তৃষার সঙ্গে একই ছবিতে অভিনয় করছি, তখন ভেবেছিলাম ওর সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগে সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। ওমন দৃশ্যে অভিনয় করা আমার কাছে জলভাত। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও ওমন দৃশ্যে অভিনয়ের সুযোগ পাব। কিন্তু এই ছবিতে ওঁর সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি।’
মনসুর আলি খানের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। অনেকেই অভিনেতার এ হেন অশালীন মন্তব্যে বেজায় চটেছেন। তীব্র সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাঁকে। মনসুরের কথায় বেজায় চটেছেন খোদ তৃষাও। এবারও তিনিও নিজের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।
তৃষা টুইটারে লিখেছেন, ‘একটা সাম্প্রতিক ভিডিও আমার নজরে এসেছে যেখানে জনাব মনসুর আলী খান আমার সম্পর্কে একটা জঘন্য এবং ঘৃণ্য মন্তব্য। আমি এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি এই মন্তব্যকে যৌন ইঙ্গিতপূর্ণ অসম্মানজনক, অশ্লীলতায় ভরা, ঘৃণ্য এবং নিম্ন রুচির বলেই মনে করি। আমি সৌভাব্যবান যে ওঁর মতো অভিনেতার সঙ্গে অভিনয় করতে হয়নি। আশা রাখি আমার বাকি কেরিয়ারেও সেটা করতে হবে না।’
আরও পড়ুন-২০২৩-এর ১২ মার্চ, ওই দিনই তো ঐন্দ্রিলা-সব্যসাচীর বিয়ের কথা ছিল, বলছেন শিখা শর্মা
যদিও পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর মুখ খুলেছেন মনসুর আলি খান নিজেও। তিনি পাল্টা বলেন, ‘আমার মন্তব্যকে কেটেছেটে তুলে ধরা হয়েছে। তাই তৃষা ভুল বুঝছে। তবে আমি ভয় পেয়ে যাব এমন নই। কিছু লোকজন আছেন যাঁরা আমার বিরুদ্ধে, তাঁরাই উস্কানি দিচ্ছেন। আমি এমন নায়িকাদের সঙ্গে অভিনয় করেছি, যাঁরা এখন MLA, MP। তাঁরা সফল ব্যবসায়ীদের বিয়েও করেছেন। তবে কেউ কখনও আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেননি। তৃষাকে আমি আমার মেয়ে বলেছিলাম। আমার ছেলেমেয়েরা এখন আমাকে এই খবরের লিঙ্কি পাঠাচ্ছেন।’