শিমুলের বিয়ে দেখিয়ে টিআরপি-তে এগিয়ে এল কার কাছে ই মনের কথা (৭.০)। গত সপ্তাহেও তা ছিল সপ্তম স্থানে। তবে এবার উঠে এল সোজা ৬ নম্বরে। বরং, নম্বর কমল কার কাছে কই মনের কথা ধারাবাহিকটির। গত সপ্তাহেও যা ছিল পাঁচ নম্বরে, তা এবার সাত নম্বরে ৬.৮ নম্বর পেয়ে। একসময় এই দুটি ধারাবাহিকই ঝড় তুলে দিয়েছিল টিআরপি চার্টে।
চলুন এবার না হয় দেখে নেওয়া যাক, প্রথম পাঁচে আছে কারা! একদম টপে আছে জগদ্ধাত্রী। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর এটির ৮.৮। আর তারপরেই নিম ফুলের মধু ৮.২ নম্বর দিয়ে। রেটিং কমায় ফুলকি নেমে এসেছে তিন নম্বরে। এই সপ্তাহে এই ধারাবাহিকের সংগ্রহ ৮.১। তবে ফুলকিতে দেখা যাচ্ছে সে ডিভোর্স চেয়েছে রোহিতের থেকে। রোহিত মনেমনে ফুলকিকে ভালোবেসে ফেললেও, মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে। আশা রাখা যাচ্ছে, এই টুইস্টে ভর করে পরবর্তীতে নম্বর বাড়বে। চারে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি সিরিয়ালটি।
দেখে নিন টিআরপি-তে সেরা দশের তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী (৮.৮)
দ্বিতীয়: নিম ফুলের মধু (৮.২)
তৃতীয়: ফুলকি (৮.১)
চতুর্থ: গীতা LLB (৭.৯)
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৭.৬)
ষষ্ঠ: কার কাছে কই মনের কথা (৭.০)
সপ্তম: অনুরাগের ছোঁয়া (৬.৮)
অষ্টম: কথা (৬.৬)
নবম: তোমাদের রাণী (৬.৪)
দশম: সন্ধ্যাতারা (৬.৩)
একইভাবে কথা সিরিয়ালটিও প্রথম থেকেই ভালো ফল করছে। জগদ্ধাত্রীর মতো হাই টিআরপি-র সিরিয়ালের সঙ্গে থেকেও ভালো রেটিং তুলছে। তোমাদের রাণী-র টিআরপিও বেশ উঁচুতে। সঙ্গে ভালো ফল সন্ধ্যাতারা-রও। ফুলকির সঙ্গে স্লট হারালেও, দশম স্থান দখল করে রেখেছে, ৬.৩ নম্বরের সঙ্গে।
আশা রাখা হয়েছিল, ইচ্ছে পুতুলে বুঝি বা নীল-মেঘের বিয়ে দেখালেই বাড়বে টিআরপি। এমনকী, ময়ূরী নিজের বোনের উপর গুলি চালানোর ঘটনাও দেখানো হয়। কিন্তু সাপ্তাহিক টিআরপি-র ফলাফল আসতে দেখা গেল, কাজের কাজ হয়নি। তোমাদের রাণী-র কাছে এবারে শুধু স্লট হারাল না, নম্বরও পড়ে রইল সেই পাঁচের ঘরেই।
সেরকমই তৃণা সাহাকে এনেও কোনও লাভ হল না লাভ বিয়ে আজকাল সিরিয়ালের। ওম-তৃণার ধারাবাহিকের নম্বর এখনও পড়তির দিকেই। পেয়েছে মাত্র ৫.৭। আর ৫.৬ পেয়েছে তুমি আশেপাশে থাকলে। বরং নম্বর বেড়েছে আলোর কোলের। পেয়েছে ৫.৮।
এক্কেবারে কম টিআরপি যেই ধারাবাহিকগুলির তা হল, মিঠিঝোড়া (৪.৪), মিলি (৩.৭), চিনি (৩.২)।