শুরুটা হয়েছিল ২০২৩-এর শেষের দিক থেকেই। টলিপাড়ায় এখনও সেই বিয়ের মরসুম চলছে। অতি সম্প্রতি বিয়ে সেরেছেন সন্দীপ্তা-সৌম্য থেকে সৌরভ-দর্শনা, টেলি অভিনেত্রী শ্রীপর্ণা সহ আরও অনেক তারকা। আর কয়েকদিন আগে বিয়েটা সেরে ফেলেছেন ‘কার কাছে কই মনের কথা’র ‘তুতুল’ অর্থাৎ মানালি দে (শিমুল)-র অনস্ক্রিন ননদ। অর্ণব-রুম্পার ১২ বছরের প্রেম পরিণতি পেয়েছে।
বিয়ের পর্ব মিটিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন অর্ণব-রুম্পা। পাহাড়ের কোলে একে অপরের প্রেমে ডুবে রয়েছেন এই নব দম্পতি। তবে মধুচন্দ্রিমায় গেলেও এতদিন কোনও বিয়ের ছবি পোস্ট করেননি অর্ণব-রুম্পা। শুধুই চার হাত এক হওয়ার একটা ছবি পোস্ট করেছিলেন রুম্পা দাস ও অর্ণব চৌধুরী। সেই ছবিতে বরের হাতের উপর হাত রাখতে দেখা গিয়েছিল ‘তুতুল’কে। তাঁর হাত ছিল মেহেন্দিতে ভরা। সেই হাতের উপরে রাখা রয়েছে রুপোর গাছকৌট। ছবির ক্যাপশনে তাঁরা লেখেন, ‘যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম।’
তবে এবার বিয়ের ছবি পোস্ট করেছেন অর্ণব-রুম্পা। যদিও সেই ছবিতে কোনও আড়ম্বর নেই। এক্কেবারেই ছিমছাম বাঙালি কনের বেশে দেখা যাচ্ছে রুম্পাকে। লাল বেনারসির সঙ্গে মাথা থেকে লাল ওড়না ঢাকা। সিঁথিতে অর্ণবের দেওয়া সিঁদুর, মাথায় টিকলি। ওড়না ঢাকা থাকায় গায়ের গয়নাও বিশেষ দেখা যাচ্ছে না। অন্যদিকে, অর্ণব পরেছেন অফ হোয়াইট রঙের শেরওয়ানি। দুজনের গলাতেই গোলাপ ও রজনীগন্ধার মালা ঝুলছে। ছবির ক্য়াপশানে তাঁরা লিখেছেন, ‘সাতপাকে বাঁধা।’
আরও পড়ুন-‘তুতুল’-এর বিয়ের পর্ব মিটেছে! এবার হানিমুনে গিয়ে হোটেল থেকেই ভিডিয়ো দিলেন অর্ণব-রুম্পা
এই বিয়ের ছবিতে অর্ণব-রুম্পাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ে ছাড়াও আরও একটা মেহেন্দির ছবিও পোস্ট করেছেন রুম্পা। বিয়ের আগে হাত ভরে মেহেন্দি করে হিন্দি গানে বাড়ির ছাদে রিলস ভিডিয়ো বানিয়েছেন ‘তুতুল’। ক্যাপশানে লিখেছেন, 'মেহেন্দি ওয়ালা লাভ'।
জানা যাচ্ছে নিজেদের বিয়ে কোনও আড়ম্বর করেননি রুম্পা ও অর্ণব। তারকেশ্বরের তারকনাথ মন্দিরে গিয়ে ছিমছামভাবেই বিয়েটা সারেন তাঁরা।
এদিকে নিজেদের প্রেম নিয়ে অর্ণব বা রুম্পা কেউই কোনওদিন লুখোছাপা করেননি। সোশ্যাল মিডিয়ায়বেশ কিছুদিন ধরে প্রি ওয়েডিং শ্যুটের ছবিও দিচ্ছিলেন তাঁরা। তবে বিয়ের খবর ফাঁস করতে রাজি ছিলেন না দুজনেই। এদিকে বিয়ের পরই নাম বদলে ফেলেছেন অভিনেত্রী। রুম্পা দাস থেকে হয়েছেন রুম্পা দাস চৌধুরী। আপাতত ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে শিমুলের কাকা শ্বশুরের মেয়ে তুতুলের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অন্যদিকে মিঠিঝোরায়, নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অর্ণব।