বাংলা নিউজ > বিষয় > Arnab chowdhury
Arnab chowdhury
সেরা খবর
সেরা ভিডিয়ো
বিয়ের ছবি পোস্ট করেছেন অর্ণব-রুম্পা। যদিও সেই ছবিতে কোনও আড়ম্বর নেই। এক্কেবারেই ছিমছাম বাঙালি কনের বেশে দেখা যাচ্ছে রুম্পাকে। লাল বেনারসির সঙ্গে মাথা থেকে লাল ওড়না ঢাকা। সিঁথিতে অর্ণবের দেওয়া সিঁদুর, মাথায় টিকলি। ওড়না ঢাকা থাকায় গায়ের গয়নাও বিশেষ দেখা যাচ্ছে না। অন্যদিকে, অর্ণব পরেছেন অফ হোয়াইট রঙের শেরওয়ানি। দুজনের গলাতেই গোলাপ ও রজনীগন্ধার মালা ঝুলছে। ছবির ক্য়াপশানে তাঁরা লিখেছেন, ‘সাতপাকে বাঁধা।’