'ভালোবাসা ডট কম', একসময় ভীষণই জনপ্রিয় ছিল রাজা ও মধুবনীর এই ধারাবাহিক। পরবর্তীকালে রাজা-মধুবনীর জীবনও যে সিরিয়ালের গল্পের মতো হয়ে যাবে কে-ই জানত। ব্যক্তিগত জীবনেও একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান রাজা-মধুবনী। ২০১৬ সালে সাত-পাকে বাঁধা পড়েন তাঁরা। তারপর ভালোমন্দ মিলেয়ে দিব্যি এগিয়েছে এই জনপ্রিয় টেলি দম্পতির জীবন। ২০২১ সালের এপ্রিলে মা হয়েছেন অভিনেত্রী। আপাতত ছোট্ট কেশবকে নিয়ে কাটছে রাজা-মধুবনীর সংসার।
তবে শনিবার, ২৬ অগস্ট মধুবনীর জীবনে একটা বিশেষ দিন, মানে জন্মদিন। আর এই দিনটা রাজা তাঁর স্ত্রীর জন্য স্পেশাল করে তুলবেন না তাও কি হয়! তাই মধুবনীকে তিনি দিয়েছেন একটা দামি, বিলাসবহুল উপহার। কিন্তু কী সেটা?
আরও পড়ুন-সেরা গীতিকার ও সুরকারের সম্মান পেয়েও পুরস্কার নিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মধুবনীকে জন্মদিনে বোলেরো কিনে দিয়েছেন রাজা। জন্মদিনে এমন দামি গাড়ি পেয়ে আপ্লুত মধুবনী। এবিষয়ে অভিনেত্রী এই সময়কে এক সাক্ষাৎকারে জানান, ‘জন্মদিনে রাজা যে এভাবে চমকে দেবে ভাবতেও পারিনি। কিছুদিন আগে ও আমাকে বলল, শোনো না এবারের জন্মদিনে তোমাকে একটা SUV দেব। আমি শুনে অবাক! অনেকগুলো গাড়ি কেনার অপশান দিয়েছিল। আমি স্কর্পিও বা বোলেরোর মধ্যে বেছে নিতে চেয়েছিলাম। তবে আমাদের পরিবারে যে কজন সদস্য আছে, সবার জন্য স্কর্পিও একটু বেশিই বড় হয়ে যেত। তাই বোলেরো নিই।’
মধুবনী জানান, তিনি আর রাজা প্রথমে ভেবেছিলেন লাল রঙের বোলেরো নেবেন। তবে শোরুমে গিয়ে নাকি পাননি। তাঁদের জানানো হয়েছিল, লাল রঙের বোলেরো আসবে, তবে সেটা সেই পরের মাসের ১৫ তারিখ। এরই মাঝে শোরুমে অলিভ গ্রিন রঙের বোলেরোটাই পছন্দ হয় টেলি দম্পতির। আর যেমন ভাবা, তেমনি কাজ। গাড়িটি কিনেও ফেললেন রাজা। কেশবকে নিয়েই গিয়েছিলেন গাড়ি কিনতে। সেই ছবি ফেসবুকে পোস্টও করেন অভিনেতা।
মধুবনী আরও জানান, তাঁদের লাল, কমলা রঙের গাড়ি আগে ছিল, তবে অলিভ গ্রিন রংটা আনকমন। মধুবনীর কথায়, রাজার কাজের চাপ একটু কমলে এই গাড়িতেই তাঁরা বেড়াতে যেতে পারেন, এমনকি পুরী যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।