সব ঠিকঠাকই চলছিল, বেজায় সমস্যার মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। শুক্রবার রাতে অন্বেষা হঠাৎই জানতে পারেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। আর একথা অন্বেষা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান।
অন্বেষা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, এই মুহূর্তে 'সন্ধ্যাতারা' ধারাবাহিকে অভিনয় করছেন অন্বেষা হাজরা। শুক্রবার সেই সিরিয়ালের শ্যুটিং সেরে সবেমাত্র বাড়িতে ঢুকেছেন, আর এরপরই দেখেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল কেউ বা কারা হ্যাক করেছে। আর তাতেই একটু চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রী।
আরও পড়ুন-অ্যানিম্যাল যেন রণবীরের অশ্বমেধের ঘোড়া, ছুটছে সুদূর আমেরিকাতেও, বিশ্বব্যাপী ব্যবসা কত হল?
অন্বেষা এবিষয়ে আনন্দবাজারকে জানান, ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখেন তাঁর সহকারী। তবে শুক্রবার রাতে বাড়ি ফিরে অন্বেষা দেখেন, সেটি অন্যকোনও মোবাইল থেকে লগ ইন করা হয়েছে। প্রথমবে অবশ্য অভিনেত্রী বুঝতে পারেননি, ভেবেছিলেন, তাঁর সহকারীই হয়ত অন্য কোনও নম্বর থেকে লগ ইন করেছেন। পরে অন্বেষা খেয়াল করেন, সেটা শহর এবং শহরের বাইরে একাধিক জায়গা থেকে লগ ইন করা হয়েছে। আর তারপরই নিজের প্রোফাইল থেকে লগ আউট করে বের হয়ে আসেন অন্বেষা হাজরা। অন্বেষা জানান, তাঁর সহকারীকে ফোন করতে সেও তাঁকে একই কথা বলেছে। এই মুহূর্তে অন্বেষার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখাও যাচ্ছে না বলে জানান অন্বেষা হাজরা।
অন্বেষা হাজরা এই ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হওয়ার ঘটনা বেশ চিন্তিত। জানিয়েছেন শুক্রবার তিনি ভোর ৪টে পর্যন্ত জেগে ছিলেন। তবে সমস্যার সমাধান হয়নি। ইতিমধ্যেই বিষয়টি সাইবার ক্রাইমে জানিয়েছেন বলেও জানান অভিনেত্রী।
যেকোনও অভিনেত্রী, বা তারকারা আজকাল সাধারণত ইনস্টাগ্রাম প্রোফাইল পেশাগত কারণেই ব্যবহার করে থাকেন। রিলস বানানোর পাশাপাশি বিজ্ঞাপনের কাজেও তাঁরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবহার করে থাকেন। তবে এই প্রোফাইল হ্য়াক হয়ে যাওয়ায় বেশ সমস্যায় অভিনেত্রী। আদৌ তিনি তাঁর পুরনো প্রোফাইল ফিরে পাবেন কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন অন্বেষা হাজরা।
প্রসঙ্গত, টেলিভিশনে অভিনয়ের দৌলতে অন্বেষা হাজরা বেশ পরিচিত মুখ। 'সন্ধ্যাতারা' ধারাবাহিকের আগে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।