শাহরুখের জন্য 'পাঠান', 'জওয়ান', আর এবার রণবীর অশ্বমেধের ঘোড়া বানিয়েছেন Animal-কে। যার দৌড় শুরু হয়েছে ছবি মুক্তির আগে থেকেই। শুধু দেশে নয়, গোটা বিশ্বে জমিয়ে ব্যবসা করছে ‘অ্যানিম্যাল’। গোটা বিশ্বব্য়াপী ছবির ব্যবসা ৬০০ কোটি পার করে গিয়েছে।
সুদূর উত্তর আমেরিকাতেও Animal মাইলফলক ছুঁয়েছে। ছবিটি আট দিনে ১০ মিলিয়ন ডলার আয় করেছে। শনিবার, ফিল্ম ও বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইট করেছেন যে Animal এখন উত্তর আমেরিকাতে শীর্ষতালিকায় মোট ৭টি ছবির মধ্যে রয়েছে। রমেশ বালা X-তে লিখেছেন, 'ইতিহাস তৈরি হয়েছে!! অ্যানিম্যাল আজ একটা বড় মাইলফলক লঙ্ঘন করেছে। এটা ১০ মিলিয়ন অতিক্রম করেছে। এটা এখন শীর্ষ ভারতীয় ছবি জন্য উত্তর আমেরিকায় সর্বকালের শীর্ষ ৭ নম্বরে রয়েছে। আরও অনেক মাইলফলক পার করতে হবে!!"
আরও পড়ুন-লিফটে ওঠার পথে পা ধরে নাছোড়বান্দা, ‘আমিও যাব’, আবেগে কেঁদে ফেললেন শ্রীলেখা
আরও পড়ুন-দুবাই-এর বাড়িতে কৃষ্ণনামে মজে AR Rahman, বুঁদ হয়ে শুনলেন 'হরেকৃষ্ণ হরেরাম'
প্রসঙ্গত, 'অ্যানিম্যাল'-এর প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও কৃষ্ণ কুমারের টি-সিরিজ, প্রণয় রেড্ডি ভাঙ্গারভদ্রকালী পিকচার্স এবং মুরাজ খৈতানের Cine1 Studios দ্বারা প্রযোজিত। এদিকে নতুন ট্রেন্ড অনুসরণ করে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে রণবীরের অ্যানিম্যাল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম সপ্তাহে এই ছবির আয় ৩৩৭ কোটি, যার মধ্যে হিন্দি ভার্সান থেকেই এসেছে ৩০০.৮১ কোটি। এছাড়া তেলুগুতে ৩৩.৪৫ কোটি, তামিলে ২.৭৩ কোটি, মালায়ালাম ০.৫২ কোটি ও কন্নড় ০.০৭ কোটি আয় করেছে।
এদিকে মুক্তির পর দ্বিতীয় শুক্রবারে অ্যানিম্যাল ঘরে তুলেছে ২৩.৩৪ কোটি টাকা। এর ফলে ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৬০.৯২ কোটিতে। এদিকে শনি ও রবির ছুটির দিনে তা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। ২২ ডিসেম্বর অবধি ফাঁকা মাঠে গোল দেবে অ্যানিম্যাল। আর তারপরই আসবে শাহরুখের তাঁর ডাঙ্কি। প্রভাসের সালার। তাই ডাঙ্কি ও সালারের সঙ্গে Animal কতটা পাল্লা দিতে পারে এখন সেটাই দেখার।