এদেশে নয় সেই সুদূর আমেরিকা। উত্তর টেক্সাসের ডালাসে গিয়েছিলেন Animal পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে সেখানে গিয়েও যে এভাবে তাঁকে লোকজন ঘিরে ধরবে কে তা জানত! সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেও সেটা কল্পনা করতে পারেননি। তবে ঘটেছে এমনটাই। কিন্তু এভাবে ঘিরে ধরার কারণটাই বা কী?
কারণ, আর কি! কারণ সেই Animal। 'অর্জুন রেড্ডি', ‘কবীর সিং’-এর পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার দ্বিতীয় Animal-ও ব্লকবাস্টার। তবে ছবি সুপার হিট বলে পরিচালককে সুদূর আমেরিকায় শুধু লোকজন ঘিরেই ধরলেন না, এদিন সন্দীপ রেড্ডির ভাঙ্গার নাম ধরেও চিৎকার করতেও দেখা গেল কিছু প্রবাসী অনুরাগীকে। পরে ভিড় ঠেলে কোনওরকম ঘটনাস্থল থেকে বের হলেন পরিচালক সন্দীপ।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রেডিটে উঠে এসেছে এই ভিডিয়ো। যার নিচে এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘কল্পনা করুন আপনার দ্বিতীয় (হিন্দি) সিনেমা়র পর আপনার এত অনুরাগী আছেন... বাহ।’ অন্য একজন লিখেছেন, ‘...এটা আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্ল্যাশব্যাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে।’
আরও পড়ুন-লাজুক কনে নন, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ, তবে আড়ালে আবডালে নাকি কাঁদছিলেন সন্দীপ্তা!
আরও পড়ুন-লিফটে ওঠার পথে পা ধরে নাছোড়বান্দা, ‘আমিও যাব’, আবেগে কেঁদে ফেললেন শ্রীলেখা
আরও পড়ুন-দুবাই-এর বাড়িতে কৃষ্ণনামে মজে AR Rahman, বুঁদ হয়ে শুনলেন 'হরেকৃষ্ণ হরেরাম'
ভিডিয়োটি দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে…
https://www.reddit.com/r/BollyBlindsNGossip/comments/18e4gu8/sandeep_reddy_vanga_mobbed_by_fans_during_an/?utm_source=embedv2&utm_medium=post_embed&utm_content=whitespace&embed_host_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fmovies%2Fanimal-director-sandeep-reddy-vanga-gets-mobbed-in-usa-crowd-chants-his-name-video-goes-viral-8696716.html
এদিকে Animal ছবিতে বাবা ছেলের বিষাক্ত সম্পর্ক তুলে ধরার কারণে কিছু রণবীর কাপুরের এই ছবি নিয়ে কিছু কম বিতর্কও হচ্ছে না। তবে সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ঝড়ের মতো চলছে Animal। ছবিতে রণবীর কাপুরের চরিত্রকে নিয়ে চলছে কাঁটাছেড়া চলছেই। তবে তাতেও পাঠান-এর মতো সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে রণবীরের অ্যানিম্যাল। দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির ব্যবসার পরিমাণ ৩৩৭ কোটি টাকা।