উরফি জাভেদ মানেই যেন বিতর্কের আরেক নাম। কখনও তিনি তাঁর পোশাকের জন্য বিতর্কে জড়িয়ে পড়েন। কখন আবার কাজের জন্য। এবার দ্বিতীয়টার জন্যই ফের চর্চায় উঠে এসেছেন তিনি। ২২ জানুয়ারি গোটা দেশ জুড়ে ছিল একটা চাপা উত্তেজনা। সকলেই যেন রাম ন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে মেতে ছিলেন। আর সব কিছুর মাঝেই জয় শ্রী রাম জপের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। বিকেলে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় অকাল দীপাবলি। আর এ হেন বিশেষ দিনে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে নিজের বাড়িতে একটি যজ্ঞর আয়োজন করেছিলেন উরফি জাভেদ। আর তাতেই বিপাকে পড়লেন তিনি।
রামমন্দিরের জন্য উরফির যজ্ঞ
রামমন্দিরের উদ্বোধনের জন্য যে তিনি গত ২২ জানুয়ারি বাড়িতে যজ্ঞর আয়োজন করেছিলেন সেটা নিজেই সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন উরফি জাভেদ। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি একটি শাড়ি পরে সেই যজ্ঞ করছেন। সঙ্গে বাজছে রাম সিয়া রাম গান। আর এই গোটা বিষয়টা প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: 'মনে রাখব...' রামমন্দিরের উদ্বোধনের পর ভারত জুড়ে অকাল দীপাবলি, তবুও কেন এমন লিখলেন বিদীপ্তা?
আরও পড়ুন: চান্দু চ্যাম্পিয়নে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর মুখোমুখি হবেন কার্তিক! প্রকাশ্যে ছবির BTS দৃশ্য
আসলে উরফি জাভেদ জন্মসূত্রে একজন মুসলিম। ইসলাম ধর্মের হয়েও কেন তিনি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান করছেন সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এই বিষয়ে বলে রাখা ভালো, এই প্রথম নয় যখন তিনি কোনও হিন্দু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আগেও তাঁকে বহুবার বহু হিন্দু অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। তবে তাঁর এই কাজ অনেকেই এদিন মেনে নিতে পারেননি। কেউ কেউ আবার মনে করেছেন এটা খানিক ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন তিনি। আসলে তিনি নানা সময়ই হিন্দু সংগঠনের রোষের মুখে পড়েছেন। তাই সেখান থেকে বাঁচতেই তিনি এই কাজ ঘটিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
কারও কারও মতে এটা কেবলই চর্চায় আসার বাহানা ছিল তাঁর। তবে লোকে যে যাই বলুক না কেন তিনি এসবে মোটেই পাত্তা দেননি। বরং নিজের যা ভালো মনে হয়েছে করেছেন।
আরও পড়ুন: সম্পর্কের টাইমলাইনে নতুন অধ্যায়! বিয়ে করলেন বল্লভপুরের রূপকথার 'রাজা' সত্যম, দেখুন ছবি
উরফি জাভেদের যজ্ঞ দেখে কে কী বলছেন?
উরফি জাভেদ এদিন এই ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'যাঁরা এদিনটি উদযাপন করছেন তাঁদের সকলকে শুভেচ্ছা।' এক ব্যক্তি লেখেন, 'হিন্দুদের খুশি করতে যতই এসব করুন না কেন ওঁদের রোষে পড়তেই হবে।' আরেকজন লেখেন, 'আপনি হিন্দু নাকি? এসব করছেন কেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনার ধর্ম আপনার এসব পোশাকে স্বীকৃতি দেয় না বলে হিন্দু হতে চাইছেন? ভন্ডামি যত।'
তবে অনেকে আবার প্রশংসাও করেছেন। বলেছেন ভারতীয়রা যেন তাঁর মতোই হয়, সব ধর্মকে সম্মান করেন।