বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ঘুষ’ দিতে না চাওয়ায় আটকানো হল উস্তাদ রাশিদ খানের গাড়ি, মাঝরাতে থানায় শিল্পী

‘ঘুষ’ দিতে না চাওয়ায় আটকানো হল উস্তাদ রাশিদ খানের গাড়ি, মাঝরাতে থানায় শিল্পী

উস্তাদ রাশিদ খান।

সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের স্ত্রী মিডিয়াকে জানিয়েছেন পুলিশের তরফে এখনও কোনও কারণ দেখানো হয়নি গাড়ির চালককে আটক করার ও দুর্ব্যবহার করার। প্রয়োজনে আদালতে যাবেন বলেও জানান। 

‘ঘুষ’ দিতে অস্বীকার করায় হেনস্থা করা হল সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ির ড্রাইভারকে। শিল্পীর পরিবারের তরফে এই কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে তাঁদের এক পরিচিত সঙ্গীতশিল্পীকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিল রশিদের গাড়ি। বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের কাছে গাড়িটিকে আটকানো হয়। সেই সময়ই নাকি রাশিদের গাড়ির চালক এবং দেহরক্ষীর কাছ থেকে ঘুষ চাওয়া হয়। আর তা দিতে অস্বীকার করলে শুরু হয় দুর্ব্যবহার। এরপর গাড়ির চালককে আটক করে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে। 

এরপর দেহরক্ষীর মুখে সবটা জানত পেরে রাতেই রশিদ থানায় ফোন করেন। চালককে আটক করে রাখার কারণ জানতে চাইলে তাঁকে থানায় আসতে বলা হয়। শিল্পীর স্ত্রী জয়িতার বসু খানের দাবি, এরপর রাতে থানায় গিয়ে ছাড়িয়ে আনেন রশিদ। গাড়িটিকেও ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় শিল্পীর পরিবারের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সবটা জানানো হয়েছে। কয়েক জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককেও তারা ঘটনাটি জানিয়েছেন। এই নিয়ে অবশ্য পুলিশের তরফে আর কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

গায়ক-পত্নী জয়িতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কী কারণে গাড়িকে আটক করা হল এবং ড্রাইভারকে হেনস্থা করা হল তাঁর নির্দিষ্ট কারণ জানতে চাইবেন তাঁরা। সদুত্তর না পেলে আদালতে যাবেন বলেও জানালেন। 

 

বন্ধ করুন