৩৯ বছর বয়সী নিরামিষাশী ইনফ্লুয়েন্সার ঝান্না স্যামসনোভা অনাহারে মারা গেলেন। বিগত এক দশক ধরে তিনি কেবলই নিরামিষ খাবার খাচ্ছিলেন। না, কেবল নিরামিষ নয়, কাচা নিরামিষ খাবার। হ্যাঁ, ঠিকই পড়লেন। নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী ঝান্না স্যামসনোভা রাশিয়ান ছিলেন। তিনি হামেশাই তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাঁচা খাবার দাবারের প্রচার করতেন।
স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী ঝান্না স্যামসনোভা বা যাঁকে সকলে ঝান্না ডিআর্ট নামে চেনে তিনি গত ২১ জুলাই মারা গিয়েছেন। তিনি দক্ষিণ এশিয়ায় এসেছিলেন তখন। এখানেই একটি ফুড ট্যুর করছিলেন এই বিখ্যাত ইনফ্লুয়েন্সার। যদিও চিকিৎসা করিয়েছিলেন তিনি শেষ দিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ঝান্না স্যামসনোভা গত এক দশক ধরে এই কাঁচা নিরামিষ খাবার খাচ্ছিলেন। আর সেটা তাঁর সোশ্যাল মিডিয়া বা বলা ভালো ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়।
তাঁর এক বন্ধু নিউজফ্ল্যাশকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান 'কিছু মাস আগে ওকে শ্রীলঙ্কায় দেখেছিলাম। ওকে তখনই ভীষণ অসুস্থ লাগছিল। পা ফুলে গিয়েছিল। গাঁট ফুলে গিয়েছিল সব। ওরা ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু তখন ও ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমি ওকে ফুকেটে দেখেছিলাম। রীতিমত শিউরে উঠছিলাম তখন।'
তিনি আরও বলেন, 'আমি ওর ফ্ল্যাটের উপরেই থাকতাম। আমি তো রোজ আতঙ্কে থাকতাম যে কোন ওকে মৃত অবস্থায় দেখতে পাব। অনেকবার ওকে চিকিৎসার কথা বলেছি, বুঝিয়েছি। কিন্তু কিছুতেই শোনেনি।'
স্যামসনোভার মা জানিয়েছেন তাঁর মেয়ে কলেরার মতো কোনও রোগের কারণে তিনি মারা গিয়েছেন। যদিও অফিসিয়ালি তাঁর মৃত্যুর কোনও কারণ প্রকাশ্যে আনা হয়নি। তবে তাঁর এক বন্ধু জানিয়েছেন গত সাত বছর ধরে তিনি কেবল কাঁঠাল খেয়ে থাকছিলেন।