বাংলা নিউজ > বায়োস্কোপ > Katrina-Vicky: লাল সালোয়ারে ক্যাটরিনা, প্রথম লোহরিতে বউয়ের থেকে চোখ সরছে না ভিকির, দেখুন ছবিতে

Katrina-Vicky: লাল সালোয়ারে ক্যাটরিনা, প্রথম লোহরিতে বউয়ের থেকে চোখ সরছে না ভিকির, দেখুন ছবিতে

ভিকি আর ক্যাটরিনা। (ছবি-ইনস্টাগ্রাম)

ডিসেম্বরেই জয়পুরে গাঁটছড়া বাঁধেন দুই তারকা!

বিয়ের পরের প্রথম লোহরি পালন করলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার রাতের এই অনুষ্ঠানের ছবি দুই তারকাই শেয়ার করে নিয়েছেন তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। 

ভিকির শেয়ার করা ফোটোতে দেখা যাচ্ছে আগুনের পাশে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তিনি। দু'জনের মুখের চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে একে-অপরের সাথে তাঁরা কতটা খুশি। প্রথা মেনে লাল সালোয়ারই পরেছেন ক্যাটরিনা। ওপরে কালো রঙের বম্বার জ্যাকেট। ভিকির দেখা মিলল উইন্টার ক্যাজুয়ালে। ছবি শেয়ার করে ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘হ্যাপি লোহরি’। সঙ্গে একটা ফায়ার ইমোজি।

আর ক্যাটরিনা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন লোহরির একগুচ্ছ ফোটো। এখানেও তাঁদের মুখের হাসি দেখার মতো। আর সব ক'টা ছবিতেই ভিকি ক্যাটরিনাকে দেখা গেল একে-অপরের কাছাকাছি! একটা ছবিতে তো নতুন বউয়ের থেকে চোখ সরাতে পারছেন না ভিকি কৌশল।

লোহরির ছবি ক্যাটরিনার সোশ্যাল মিডিয়া স্টোরিতে।
লোহরির ছবি ক্যাটরিনার সোশ্যাল মিডিয়া স্টোরিতে।

বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দু'জনেই। নতুন সংসারের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন তাঁরা। ক্রিসমাস হোক বা বিয়ের ১ মাস পূর্তি, নানা ছবি শেয়ার করে সেই আনন্দ অনুরাগীদের সাথে ভাগ করে নিতে ভোলেননা কেউই। 

প্রসঙ্গত, ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা রাজস্থানের জয়পুরে। তিন দিন ধরে চলা সেই বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি হাতে গোনা কয়েকজন আমন্ত্রিত ছিল বলিউড থেকে। মুম্বই রিসেপশনের কথা থাকলেও ওমিক্রনের জন্য তা বাতিল করে দেন তাঁরা।

বন্ধ করুন