বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral: হবু বর অপেক্ষায়! ভিকির সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে উঠলেন এই হবু কনে

Viral: হবু বর অপেক্ষায়! ভিকির সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে উঠলেন এই হবু কনে

ভিকির সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে ওঠেন ফ্যাশন স্টাইলিস্ট প্রেরণা নেগি

সর্দার উধম অভিনেতা সম্প্রতি একটি হোটেলে ছিলেন, যেখানে ফ্যাশন স্টাইলিস্ট প্রেরণা নেগি বিয়ের আসর বসেছিল। সেখানেই ঘটে এক মজার ঘটনা- 

‘মাসান’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন ভিকি কৌশল। তাঁর ভক্ত সংখ্যা অগণিত। বিশেষ করে ভিকির মহিলা অনুরাগীর সংখ্যা বিশাল। ভিকির এক মহিলা অনুরাগীর ভিডিয়ো এ বার নেটমাধ্যমে ভাইরাল।

সম্প্রতি দেরাদুনের এক পাঁচতারা হোটেলে ছিলেন ‘সর্দার উধম’ অভিনেতা ভিকি কৌশল। একই হোটেলে বিয়ের আসর বসেছিল ফ্যাশন স্টাইলিস্ট প্রেরণা নেগির। পাশের ঘরে ছিলেন কনের বন্ধুরা। এমনই সময়ে এক বন্ধু দেখতে পান হোটেলের লবি দিয়ে হেঁটে গেলেন অভিনেতা ভিকি কৌশল। এ কথা কনে প্রেরণা নেগির কানে যেতেই সে বন্ধুদের কাছে আবদার করে বসেন, অবিলম্বে ভিকির টিমের সঙ্গে যোগাযোগ করতে। তিনি অভিনেতাকে দেখার জন্য নাছোড়বান্দা।

আরও পড়ুন: Miss India 2022: কর্ণাটকের সিনির মাথায় উঠল তাজ, নতুন ভারত সুন্দরীর পরিচয় জানেন?

মাথা থেকে পা পর্যন্ত নববধূর বেশে সেজে হোটেলের লনে দাঁড়িয়ে ওই কনে। ভিকির ঘরের সামনে দাঁড়িয়ে ম্যানেজারের কাছে তাঁর আবদার, ‘দাদা আমি ভিকি কৌশলের সঙ্গে দেখা করতে চাই। কিছু চাই না আর। শুধুমাত্র একটাই ছবি তুলতে চাই। আমার হবু বর নীচে অপেক্ষা করছে। যতক্ষণ ভিকির সঙ্গে ছবি না তুলতে পারছি, নীচে যাব না। আমার একবারই তো বিয়ে হচ্ছে। যদি বিয়ে না হয় তাহলে আপনার ভালো লাগবে?'

ভিডিয়োটি প্রেরণা নেগির বন্ধু এবং ভিডিয়ো ক্রিয়েটর প্রাচি চৌহান শেয়ার করেছেন, যিনি বিয়েতেও ছিলেন। কিন্তু হায়, কনের শখ পূরণ হয়নি। হতাশ হয়ে বিয়ে সারতে হয় প্রেরণাকে।

বন্ধ করুন