ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। লক্ষ্মণ উতেকরের ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন ভিকি। পিরিয়ডিক এই ছবির নাম ‘ছাবা’। সহ-অভিনেতা ভিকির সঙ্গে ছবির শ্যুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা।
ভিকিকে ‘মহারাজ’ বলে সম্বোধন করে রশ্মিকা লিখেছেন, ‘সত্যিই তোমার সঙ্গে কাজ করাটা আনন্দের। তুমি সত্যিই খুব ভালো এবং দয়ালু (শেষ দিনটা বাদে, ওই দিন তুমি আমার বক্সটা নিয়ে নিয়েছ)। কিন্তু বেশিরভাগ দিনই তুমি এক কথায় দুর্দান্ত। মজা করলাম… তুমি সত্যিই একটা রত্ন।' আরও পড়ুন: 'কালো চামড়ার প্রতি সম্মিলিত কুসংস্কার…’, শ্রীলার মৃত্যুতে মুহ্যমান মৃণাল-পুত্র
‘সব সময়ই তোমার জন্য সেরাটা চাইব। সত্যিই আনন্দের। মা তোমাকে শুভেচ্ছা জানাতে বলেছেন’।
অভিনেত্রীর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ভিকি তাঁকে ‘আসল অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছেন। অভিনেতা লিখেছেন, ‘রশ্মিকা গোটা সেট প্রচণ্ড পরিমাণে তোমার উপস্থিতি মিস করবে। সবচেয়ে খারাপ দিনেও তোমার মুখে যে স্নিগ্ধ হাসিটা থাকে, সবথেকে ভালো দিনেও অনেকের মুখে সেই হাসিটা থাকে না, সেটা অনেকেই জানে না। আসল অনুপ্রেরণা! আমাদের ইয়েসুবাই হওয়ার জন্য ধন্যবাদ। আন্টিকে শুভেচ্ছা জানিও। ওহ, এবার বলো তুমি কী ভাবছ?’
পরিচালক লক্ষ্মণ উতেকরকে নিয়েও লিখেছেন রশ্মিকা। অভিনেত্রী লেখেন, ‘শুধু দেখে অবাক হচ্ছি, একজন মানুষ কীভাবে এথ বড় সেট পরিচালনা করছেন। প্রায় ১৫০০ মানুষ শান্ত এবং সুষ্ঠ ভাবে সেটে কাজ করছেন। যখন গোটা দুনিয়ার কেউ কল্পনা করতে পারেনি, স্যার আপনি আমাকে ইয়েসুবাই হিসেবে দেখেছেন। সেটাই ভেবে আমি নিজেও অবাক হচ্ছি… শুধুমাত্র আমি না.. গোটা দেশ ভাববে এটা’।
প্রসঙ্গত, এই প্রথম কোনও ছবিতে ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। একবার একদম নতুন ধরনের চরিত্রে, নতুন অবতারে ধরা দিতে চলেছেন উড়ি খ্যাত অভিনেতা। লক্ষ্মণ উতেকরের ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন ভিকি। ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে হলেন ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছত্রপতি শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে লক্ষ্মণ উতরেকর জানিয়েছিলেন, ‘ওর (ভিকি কৌশল) উচ্চতা, দেহের গড়ন, ব্যক্তিত্ব সহ অনেক কিছুই ছত্রপতি সম্ভাজি মহারাজের সঙ্গে বেশ মিল আছে। এছাড়া দুর্দান্ত অভিনয় করে ও। আমরা কোনও রকমের লুক টেস্ট করিনি। আমি নিশ্চিত ছিলাম যে সম্ভাজির চরিত্রে ওই অভিনয় করবে, ওকেই মানাবে’। ছবির জন্য অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ, ঘোড়া চালানো সহ অন্যান্য জিনিস শিখতে হয়েছে অভিনেতাকে।