এই মুহূর্তে বলিউডের সেরা অ্যাকশন পরিচালকদের তালিকার একেবারে মগডালে রয়েছে শ্যাম কৌশলের নাম। 'অশোকা' থেকে শুরু করে 'বাজিরাও মাস্তানি'-র মতো বহু বিগ বাজেট ছবির অ্যাকশন পরিচালনার দায়িত্ব নিপুণ হাতে সামলেছেন তিনি। নব্বইয়ের দশকের শুরু দিকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের যাত্রা শুরু করেছিলেন এই প্রখ্যাত অ্যাকশন পরিচালক তথা বলি-তারকা ভিকি কৌশলের বাবা।
তবে বর্তমানে এই জায়গায় পৌঁছতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে শ্যামকে। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড ও নিজের কেরিয়ার প্রসঙ্গে এতটুকুও দ্বিধা না করে তাঁর এই সাফল্যের এই সিংহভাগ প্রয়াত বিখ্যাত অ্যাকশন পরিচালক বীরু দেবগণ-এর উদ্দেশে উৎসর্গ করেছেন শ্যাম কৌশল। জানিয়েছেন কীভাবে তাঁকে হাতে ধরে অ্যাকশন কোরিওগ্রাফি শেখানোর পাশাপাশি তাঁর অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন 'বীরুজি।' উল্লেখ্য, সত্তরের দশকের শেষ ভাগে বীরু দেবগণের টিমের একজন স্টান্ট ম্যান হিসেবে বলিপাড়ায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন শ্যাম কৌশল। তিনি আরও জানান, সেই সময়ে কীভাবে তাঁকে আগলে রাখতেন বীরু দেবগণ। কীভাবে তাঁর 'ডানার নীচে আশ্রয়' দিয়েছিলেন তাঁকে।
সামান্য থেমে শ্যাম ফের যোগ করেছেন, 'অজয় দেবগণের সঙ্গে প্রথম থেকেই কাজ করেছি। যখন অজয়কে প্রথম দেখি বড়জোর ও তখন চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে পড়ছে। ওঁর বাবা বীরুজি যখন আমাকে কাজের সুযোগ দেন, সত্যি বলতে কী স্টান্টের কিছুই জানতাম না আমি। উনি হাতে ধরে সবকিছু শিখিয়েছিলেন।' সামান্য থেমে তিনি জানালেন, একটা সময় তাঁর এমন পরিস্থিতি হয়েছিল যে পকেটে কোনও টাকা ছিল না যা দিয়ে খাবার খেয়ে পেট ভরাতে পারেন তিনি। কাজের সন্ধানে রাস্তায়, রাস্তায় ঘুরে বেড়াতেন। সেই সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন বীরু দেবগণ। শ্যাম কৌশলের কথায়, 'বীরুজি যখন প্রয়াত হন, আমি তখন কোচি-তে শ্যুটিং সারছি। খবরটি শোনামাত্রই এক নিমিষে পুরনো দিনের সব কথা মনে পড়ে গিয়েছিল আমার। বিশেষ করে যখন আমার কাছে খাবার কিছু ছিল না, উনি তখন আমাকে ওঁর নিজের বাড়িতে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়েছিলেন আমাকে।'