গায়ে নেই একটি সুতো। সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হিমালয়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। কোনও পোশাক না পরেই প্রকৃতির মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। গত বছর বিদ্যুতের জন্মদিনে অভিনেতার একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রশংসার সঙ্গে ছবিগুলির জন্য নানা সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেতা। নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল তাঁর কমেন্ট বক্স।
বলিউড বাবালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, গত ১৪ বছর ধরে এই এক জিনিস করে আসছেন তিনি। কিন্তু কোনও দিনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। সেই বারই প্রথম পোস্ট করেছিলেন। অভিনেতার সাফ মন্তব্য, এই ধরনের কথায় মোটেই বিচলিত নন তিনি। আরও পড়ুন: ‘আমি লোভী, আমার থেকেও..’, দাদাসাহেব পুরস্কার পেয়ে আর কী বললেন আপ্লুত শাহরুখ
বিদ্যুৎ জামওয়াল বলেছেন- 'আমি এটা নিয়ে গর্বিত'
বিদ্যুতের কথায়, ‘আপনি যদি আমার প্রথম ইনস্টাগ্রাম পোস্টটি দেখেন, সেটি লাদাখের। আমাকে প্রায় একই রকম অবস্থায় দেখতে পাবেন। আমি গত পাঁচ-সাত বছর ধরে বিলাসবহুল জীবন যাপন করছি। প্রতি বছর প্রায় ১৫-২০ দিন নিজের সঙ্গে কাটাই। সেটা হতে পারে জঙ্গলে, প্রকৃতির মাঝে। যে কোনও জায়গায় ঘটতে পারে, যেখানে লোকেরা খুব বেশি ঘুরতে যায় না’।
অভিনেতা আরও বলেন, ‘আমি নিজের কাজ করতে খুব পছন্দ করি। আমি আমার তাঁবু খাটাতে পছন্দ করি। আমি বিরক্ত হতে পছন্দ করি। খুব একটা উত্তেজিত করে তোলে না, এমন বই পড়তে পছন্দ করি। আপনি যে ছবিটির কথা বলছেন, যে ১৪টি জয়গা পরিদর্শন করেছি সেগুলির মধ্যে একটি। আমি ভাবলাম পোস্ট করব না কেন? এটা নিয়ে আমি গর্বিত’।
'নিজের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ'
তাঁর কথায়, ‘প্রত্যেকেরই নিজেদের সঙ্গে সময় কাটানো উচিত। এর চেয়ে আরামদায়ক আর কিছু নেই। কারণ আপনি একমাত্র ব্যক্তি যার সঙ্গে আপনি বিব্রত হবেন না সেটা নিজেই, যেখানে আপনি নিজের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন’।
বিদ্যুতের পোস্ট
গত বছর তিনটি বিতর্কিত ছবি পোস্ট করেন বিদ্যুৎ সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে জঙ্গলের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে। টোনড বডির প্রায় প্রতিটা অংশই দৃশ্যমান। বিদ্যুৎ যে তিনটি ছবি পোস্ট করেছেন তাঁর একটিতে তাঁকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে স্নান করছেন যে সেটার মুহূর্ত ধরা পড়েছে। আর সর্ব প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাঁকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল।
এই ছবিগুলো পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, ‘ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থান। আমি এই কাজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। আমি বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা গিয়ে এখানে কাটিয়ে আসি’।
এদিন আরও লেখেন, ‘বিলাসবহুল জীবন থেকে জঙ্গলে আসলে আমি আমার একাকিত্বকে উপভোগ করি। বুঝি আমি কে, আর আমি কে নই। প্রকৃতির এই বিলাসবহুল জায়গায় নিজেকে খুঁজে পাই আমি। আমি আমার কমফোর্ট জোনের বাইরেই সব থেকে ভালো থাকি’।