আসন্ন স্পাই থ্রিলার ‘ওয়ার ২’-এ হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের সঙ্গে যোগ দিতে পারেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ব্লকব্লাস্টার ছবি ‘ওয়ার’-এর সিক্যুয়েল 'ওয়ার ২'। ছবিতে পরিচালকের আসনে থাকবেন অয়ন মুখোপাধ্যায়। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ ‘ওয়ার ২'। যদিও কিয়ারা আডবানির টিমের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
হিন্দুস্তান টাইমসকে এক সূত্র জানিয়েছে, 'যশ রাজ ফ্লিমসের কপ ফ্র্যাঞ্চাইজিতে কিয়ারা আডবানিকে নিয়েই যতদূর সম্ভব ভাবনা চলছে। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, এবং পাঠান-এর মতো সর্বকালের ব্লকবাস্টার ছবি দিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে আসা প্রতিটি ছবি নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। সুপারস্টারদের দিকে তাকালে বোঝা যায়, তাঁরা এই ইউনিভার্সকে প্রত্য়াশা মাফিক করে তুলেছে’। আরও পড়ুন: লবণের দানার চেয়েও ছোট লুই ভিতোঁর এই ব্যাগ! তোলা হবে নিলামে
সূত্র আরও যোগ করেছে, ‘এই মুহূর্তে ওয়ার টু-তে হটেস্ট কাস্ট রয়েছে। এতে তিনজন সুপারস্টার আছে যেমন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং এখন কিয়ারা আডবানি। এদিকে দেশের সবথেকে উজ্জ্বল তরুণ পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ছবিটি পরিচালনা করছেন। ফিল্মটিকে সবচেয়ে চটকদার এবং দুর্দান্ত অ্যাকশন এন্টারটেইনার তৈরি করার জন্য আদিত্য চোপড়া সবচেয়ে সেরাটা করার চেষ্টা করছেন যা এই দেশ আগে কখনও দেখেনি। তাই এটা দেখা অবশ্যই উত্তেজনাপূর্ণ হবে কিয়ারাকে এই ইউনিভার্সে এবং অয়ন এবং আদি ওয়ার টু-কে কীভাবে উপস্থাপন করে’।
যশরাজ ফিল্মসের ‘ওয়্যার ২’ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। আগেই শোনা গিয়েছিল হৃতিক রোশন, জুনিয়ার এনটিআর যোগ দিচ্ছেন। এবার নতুন খবর, কপ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন কিয়ারা আডবানি! অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নায়িকার খোঁজ নাকি অনেকদিন ধরেই চলছিল। আদিত্য চোপড়া নাকি এই রোলের জন্য় বেছে নিয়েছেন কিয়ারাকে। ‘ব্রহ্মাস্ত্র’ সুপারহিট হওয়ায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপরেও প্রত্যাশার চাপ বেড়েছে।
উল্লেখ্য, এই ছবিতে জুনিয়র এনটিআর-এর চরিত্রটি কী রকম হবে, সে বিষয়ে নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন। এই প্রথম কোনও বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন এনটিআর। হৃতিকের সঙ্গে কতটা পাল্লা দেবেন তিনি, এখন সেটাই দেখার অপেক্ষা।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি হতে চলেছে 'ওয়ার ২'। বছরের শেষে মুক্তি পাবে সলমন খান অভিনীত ‘টাইগার ৩’। শোনা যাচ্ছে, ছবির গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু হবে ‘ওয়ার ২’-এর গল্প। ‘টাইগার ৩’-এর পরেই আসবে এই ছবি। বছরের শেষে শুরু হবে এই ছবির শ্যুটিং।