বাংলা নিউজ > বায়োস্কোপ > Shaunak Sen: ‘এক ঘন্টা মন খারাপ ছিল…’ অস্কার হাতছাড়া হওয়ার পর ‘লুজার’ শৌনকের নতুন লক্ষ্য কী?

Shaunak Sen: ‘এক ঘন্টা মন খারাপ ছিল…’ অস্কার হাতছাড়া হওয়ার পর ‘লুজার’ শৌনকের নতুন লক্ষ্য কী?

শৌনকের বার্তা

Shaunak Sen: অস্কারের ট্রফি হাতছাড়া হয়েছে ‘অল দ্যাট ব্রিদ’ পরিচালকের। তবে ইতিহাসের পাতায় নাম না লিখতে পারার আক্ষেপ একঘন্টার বেশি স্থায়ী হয়নি তাঁর মনে। নতুন লক্ষ্য় সাজিয়ে নতুন উদ্যমে কাজে ফিরছেন শৌনক সেন। 

সোমবার জোড়া অস্কার এসেছে ভারতের ঝুলিতে। ‘আরআরআর' এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’এর অস্কার জয় যতটা আনন্দের ততটাই আক্ষেপ ‘অল দ্যাট ব্রিদ’-এর খালি হাতে ফেরাটা। আসলে সত্যজিৎ রায়ের পর দ্বিতীয় বাঙালি হিসাবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সোনালি ট্রফি ঝুলিতে পুরে ফেলবার হাতছানি ছিল শৌনক সেনের কাছে। কিন্তু অল্পের জন্য অস্কার হাতছাড়া হয় শৌনকের। তবে আন্তর্জাতিক মঞ্চে বাঙালির বিজয়কেতন আগেই উড়িয়েছেন শৌনক।

সেরা তথ্যচিত্র (ফিচার) বিভাগে মনোনীত ছিল ‘অল দ্যাট ব্রিদস’। তবে 'নাভালনি'র কাছে হার স্বীকার করতে হয় শৌনিককে। মন খারাপের রেশ কাটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিরলেন শৌনক। শুধু ফিরলেন না জানালেন তাঁর পরবর্তী লক্ষ্যের কথাও। সঙ্গে শেয়ার করলেন অস্কার হাতছাড়া হওয়ার পর ঠিক কেমন ছিল মনের অবস্থা?

মঙ্গলবার ইনস্টাগ্রামের দেওয়ালে একাধিক ছবি পোস্ট করেন শৌনক সেন। প্রথম ছবিতে দেখা যায়, ‘অল দ্যাট ব্রিদস’ ছবির টিমের অপর দুই সদস্যের সঙ্গে অস্কারের বিশাল স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে শৌনক। মজার ছলেই তিনজনের আঙুলের ভঙ্গিমায় উঠে এল ‘এল’ অর্থাৎ ‘লুজার’। অস্কার হাতছাড়া হওয়ার আক্ষেপ ভুলে এই প্রজন্মের ভাষাতেই নিজেদের ‘লুজার’ বলতেও পিছপা হলেন না শৌনিকরা।

ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক তিনি লেখেন, ‘কাল থেকে অনেক সাপোর্টিভ মেসেজ পেয়েছি। অস্কার হারানোর পর প্রায় এক ঘণ্টা খুব হতাশ লাগছিল, তবে তার পরেই এই চাকচিক্যে ভরা দুনিয়ায় মজে গেলাম। এখনও ভাবতে অবাক লাগছে যে, এখানেই এই অধ্যায়ের ইতি।’

হতে অস্কার হাতছাড়া হলেও ‘অল দ্যাট ব্রিদস'কে নিয়ে অনেকটা সফর বাকি শৌনকের। যে তথ্যচিত্রের জন্য তাঁর জগত জোড়া নাম, পশ্চিমী দুনিয়া কুর্নিশ জানাচ্ছে এই বাঙালিকে, সেই কাজ তো এখনও ভারতবাসীরই দেখা হয়ে উঠেনি। তাই নিজের পরবর্তী লক্ষ্য়ের কথাও এদিন জানিয়ে দিলেন শৌনক। এদেশে ‘অল দ্যাট ব্রিদস’-এর মুক্তি নিশ্চিত করাই এখন শৌনকের ধ্যানজ্ঞান। পোস্টে পরিচালক লেখেন, 'এবার ভারতে আমাদের ছবির ডিসট্রিবিউশন নিয়ে ভাবতে হবে। যেহেতু এইচবিও ইতিমধ্যেই ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে চুক্তি শেষ করেছে। কী ভাবে, কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবি, তা নিয়ে এ বার ভাবনাচিন্তা করতে হবে।’ পরের ছবি নিয়ে কী ভাবছেন শৌনক সেন? তথ্যচিত্রের পর এবার কি ফিচার ফিল্মও পরিচালনা করবেন? তা অবশ্য এখনই খোলসা করেননি তিনি। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.