বাংলা নিউজ > বায়োস্কোপ > Welcome To The Jungle: ওএমজি ২-র পর আসছে আরও এক ব্লকবাস্টার, অক্ষয়ের ‘ওয়েলকাম ৩’ টিমে কারা যোগ দিল?

Welcome To The Jungle: ওএমজি ২-র পর আসছে আরও এক ব্লকবাস্টার, অক্ষয়ের ‘ওয়েলকাম ৩’ টিমে কারা যোগ দিল?

ওয়েলকাম ৩-এ কারা থাকছেন অক্ষয়ের সঙ্গে?

 পরের ব্লকবাস্টারের জন্য তৈরি হচ্ছে অক্ষয় কুমার। ‘ওয়েলকাম’ ফ্যাঞ্চায়েজির তৃতীয় ইনস্টলমেন্ট দর্শকদের খুব জলদিই উপহার দেবেন খিলাড়ি। যার নাম হতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

২০২১-২২ সালটা মোটেও ভালো যায়নি অক্ষয় কুমারের। পরপর ফ্লপ জুটেছে কপালে। অতরঙ্গি রে থেকে রক্ষা বন্ধন, রাম সেতু কিছুই সেভাবে পা জমাতে পারেনি বক্স অফিসে। এমনকী ২০২৩-এর প্রথম সিনেমা সেলফি-ও ব্যর্থ হয়। ইমরান হাসমি-র সঙ্গে জুটি বেঁধেও কামাল করতে পারলেন না খিলাড়ি কুমার। তবে পরপর ব্যর্থতার যন্ত্রণা ভুলিয়ে দিল ‘ওহ মাই গড ২’। বক্স অফিসে ১৫০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে ছবিখানা। 

এরই মাঝে পরের ব্লকবাস্টারের জন্য তৈরি হচ্ছে অক্ষয় কুমার। ‘ওয়েলকাম’ ফ্যাঞ্চায়েজির তৃতীয় ইনস্টলমেন্ট দর্শকদের খুব জলদিই উপহার দেবেন খিলাড়ি। যার নাম হতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবির স্টার কাস্ট বিশাল। রয়েছেন অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, লারা দত্ত, আরশাদ ওয়ারসি। 

আর এবার রিপোর্ট বলছে ‘গোলমাল’ তারকা তুষার কাপুর ও শ্রেয়স তলপড়ে-ও যোগ দিতে চলেছেন ‘ওয়েলকাম ৩’-এর টিমে। 

শ্রেয়স আর তুষার একাধিক কমেডি ছবিতে কাজ করেছেন। বিশেষ করে ‘গোলমাল ফ্যাঞ্চায়েজি’ তাঁদের এনে দিয়েছে জনপ্রিয়তা। ‘গোলমাল ৫’-এর কাজ শুরু করার পর দুজনে একসঙ্গে কাজ করবেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ। 

আপাতত ফিরোজ নাদিয়াওয়ালা-র সঙ্গে পরপর কাজ করবেন অক্ষয় কুমার। প্রথমে ফ্লোরে যাবে ‘ওয়েলকাম ৩’। তারপর ‘হেরা ফেরি ৪’। আর একদম শেষে ‘আওয়ারা পাগল দিওয়ানা ২’। ফিরোজ আর অক্ষয় তৈরি দর্শকদের হাসির রোলার কোস্টার রাইডে নিয়ে যেতে। তবে তাঁরও আগে অক্ষয় শেষ করবেন ‘জলিএলএলবি ৩’ এবং ‘হাউসফুল ৫’-এর শ্যুটিং। মুক্তির অপেক্ষায় আছে বড়ে মিঞ্চা ছোটে মিঞা ও দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ ছবি দুটিও। 

দিনকয়েক আগে আরশাদ ওয়ারসি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবির কাস্ট থেকে বাজেট, সবই বিশাল হতে চলেছে। ক্লাইম্যাক্সের দৃশ্যে থাকবে বিশাল চমক। দর্শকদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে। 

তবে ওয়ালকাম ফ্যাঞ্চায়েজি-র দুই আইকনিক চরিত্র উদয় শেট্টি ও মঞ্জু ভাই, যাতে অভিনয় করেছিলেন নানা পাটেকর ও অনিল কাপুর, তা থাকছে না তৃতীয় পার্টে। যা একটু হলেও আশাহত করতে পারে দর্শকদের। দিনকয়েক আগেই শোনা গিয়েছিল অনিল ও নানা পাটেকর এত পরিমাণ পারিশ্রমিক চেয়েছেন যে তাঁদের বাদ দেওয়া হয়েছে সিনেমা থেকে। সেই জায়গায় নিয়ে আসা হয়েছে ‘মুন্না ভাই’ জুটি সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে। 

 

বন্ধ করুন