বাংলা নিউজ > বায়োস্কোপ > Yami Gautam Pregnant: ‘বেবি আসছে’, ইয়ামির প্রেগন্যান্সির খবরে সিলমোহর আদিত্যর! বিয়ের ৩ বছরের মাথায় দিলেন সুখবর

Yami Gautam Pregnant: ‘বেবি আসছে’, ইয়ামির প্রেগন্যান্সির খবরে সিলমোহর আদিত্যর! বিয়ের ৩ বছরের মাথায় দিলেন সুখবর

প্রেগন্যান্ট ইয়ামি গৌতম 

Yami Gautam Pregnant: মা হতে চলেছেন ভিকি ডোনার খ্যাত অভিনেত্রী ইয়ামি গৌতম। আর্টিকেল ৩৭০ ছবির ট্রেলার লঞ্চেই সুখবরে সিলমোহর দিলেন অভিনেত্রীর স্বামী। 

বিয়ের তিন বছরের মাথায় সুখবর দিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর। বলিউডের চাকচিক্যের বাইরেই ইয়ামি-আদিত্যর দুনিয়া। তাই তো এই প্রেমের গল্পের টের পায়নি কেউ। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক পরিচালকের সঙ্গে সোজা বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন ইয়ামি গৌতম। এবার দুই থেকে তিন হওয়ার কথা জানালেন দুজনে। 

ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য় ধর জানালেন, ‘বেবি অন দ্য ওয়ে’। হবু মা-বাবার মুখে হাসির ঝলক। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-র ট্রেলার। লঞ্চ ইভেন্টে বরের হাত ধরেই হাজির নায়িকা। এই ছবির প্রযোজক আদিত্য ধর। সাদা ঢিলে গাউনের উপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোটে সাজলেন হবু মা। আদিত্য জানান, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা’। 

প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ইয়ামি। সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ‘আর্টিক্যাল ৩৭০’ অভিনেত্রী। ইয়ামির চোখের কোণ চিকচিক করল ভাবী সন্তানকে নিয়ে কথা বলার সময়। অভিনেত্রী বলেন, ‘এই ছবির শ্যুটিংটা আমার কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি। আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান। এইটুকুই বলব জানি না আদিত্য আমার পাশে না থাকলে কী হত’!

এদিন প্রেগন্যান্ট বউয়ের যত্ন নিতে কোনও খামতি রাখলেন না আদিত্য। ইয়ামিকে হাত ধরে মঞ্চে তোলেন, বউ বসবার পর তাঁর দিকে কুসন এগিয়ে দিলেন। 

<p>বরের হাত ধরে ছবির ট্রেলার লঞ্চে ইয়ামি </p>

বরের হাত ধরে ছবির ট্রেলার লঞ্চে ইয়ামি 

সপ্তাহখানেক আগেই বরের সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন ইয়ামি। সেখানে ওড়না দিয়ে পেটের সামনের অংশ ঢেকে রেখেছিলেন নায়িকা। তারপর থেকেই ইয়ামির প্রেগন্যান্সির গুঞ্জন মাথাচাড়া দেয়। আর প্রেমের মাসে সুখবর জানিয়ে দিলেন তাঁরা। 

২০২১ সালের ৪ঠা জুন হিমাচলপ্রদেশে সাদামাটা বিয়ে সারেন ইয়ামি-আদিত্য। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটেই মন দেওয়া-নেওয়ার পর্ব সেরেছিলেন দুজনে। সবার চেয়ে আদিত্যকে একদম অন্য়রকম লেগেছিল ইয়ামির। লুকিয়ে রাখেননি মনের কথা। গোপনে প্রেমের পর সোজা বিয়ের পিঁড়িতে। আদিত্য সুহাস পরিচালিত এই ছবিতে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ উপড়ে ফেলার লড়াইয়ে বদ্ধপরিকর ইয়ামি। ২০২৩- এ ইয়ামিকে শেষ দেখা ওএমজে ২-তে। বক্স অফিসে ভালো পারফর্ম করেছিল এই ছবি। 

 

বায়োস্কোপ খবর

Latest News

দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া দুর্গাপুজোর প্রাক্কালেই হাতে এল নতুন চাকরি, এবার উৎসবে ফিরলেন চাকরিপ্রার্থীরা কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.