Black Year for Music Industry: চলতি বছরেই একাধিক সঙ্গীতশিল্পী পাড়ি দিয়েছেন অমৃতলোকে। এঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, ভুপিন্দর সিং, কেকে, প্রমুখ।
1/11ভারতের গানের জগতের জন্য অন্যতম একটি কালো বছর হল ২০২২। এই বছর বহু বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমৃতলোকে পাড়ি দিয়েছেন। যাঁদের গান শুনে, যাঁদের সুরেলা কণ্ঠে আমরা বারবার মুগ্ধ হয়েছি তাঁদের অনেকেই এই বছর না ফেরার দেশে চলে গিয়েছেন। রেখে গেছেন অসীম শূন্যতা। আসুন দেখে নেওয়া যাক কারা চলে গেলেন এই বছর।
2/11মাত্র ২৮ বছর বয়সে সিধু মুজ ওয়ালা গানের জগতে শূন্যতা তৈরি করে চলে গেলেন। তাঁকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয়।
3/11ভারতের অন্যতম বিখ্যাত, স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরও এই বছর ইহলোক ত্যাগ করেন। ফেব্রুয়ারির ৬ তারিখে ৯২ বছর বয়সে তিনি মারা যান। করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানুয়ারি মাসে, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরা হল নাইটিঙ্গেলের।
4/11বাংলা গানের জগতের অন্যতম উজ্জ্বল তারকা সন্ধ্যা মুখোপাধ্যায়ও এই বছর চলে যান। ফেব্রুয়ারির ১৫ তারিখ তিনি ৯০ বছর বয়সে পরলোক গমন করেন। তিনি বড় গুলাম আলি খাঁয়ের ছাত্রী ছিলেন। একজন ক্লাসিক্যাল গায়িকা চিকেন তিনি। বলিউডের হাত ধরে কর্মজীবন শুরু করলেও বাংলায় পরে ফিরে আসেন। গান একটার পর একটা জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে।
5/11শেইল সাগর, এক প্রতিভাবান উঠতি গায়ক মাত্র ২২ বছর বয়সে চলে গেলেন। যদিও তাঁর মৃত্যুর কারণ আজও অজানা। তাঁর বেশ কিছু গান দারুন জনপ্রিয় হয়েছিল।
6/11বাপ্পি লাহিড়িও এই বছর প্রয়াত হন। ৬৯ বছর বয়সে তিনি চলে যান। রেখে যান ‘ইয়ার বিনা চেয়ন কাঁহা রে’,' রাত বাকি বাত বাকি', ‘ইয়াদ আ রাহা হ্যায়’র মতো একাধিক জনপ্রিয় গান।
7/11পণ্ডিত শিবকুমার শর্মা ৮৪ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মে মাসের ১০ তারিখে পরলোক গমন করেন। তাঁর সন্তুরের বহু ভক্ত রয়েছেন দেশে। তিনি পণ্ডিত চৌরাসিয়ার সঙ্গে একত্রে মিলে একাধিক কাজ করেছেন শিব-হরি হিসেবে।
8/11৯০ দশকে জন্ম আপনার? কিংবা শেষ ৮০? তাহলে নিশ্চয় স্টিরিও নেশনের তাজকে মনে আছে? সেই বিখ্যাত পপ তারকা? যাঁর পেয়ার হো গয়া, গাল্লা গোরিয়ান, নাচেঙ্গে সারে রাত গান শুনে বারবার মুগ্ধ হয়েছি, নেচে উঠেছি তিনি মাত্র ৫৬ বছর বয়সে চলে গিয়েছেন অমৃতলোকে। করোনা আসার আগেই তাঁর হার্নিয়া ধরা পড়েছিল, কিন্তু মহামারীর কারণে আর অপারেশন করানো যায়নি। এরপর গত মার্চ মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এবং ২৯ এপ্রিল তিনি পরলোক গমন করেন।
9/11নিজের বিখ্যাত গান গাইতে গাইতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন ভারতের জনপ্রিয় গায়ক কেকে। যাওয়ার আগেই গেয়ে যান, ' হাম রাহে ইয়া না রাহে....'। তাঁর মৃত্যু আজও অনেকেই মেনে নিতে পারেন না। কলকাতায় অনুষ্ঠান করতে এসে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।
10/11সন্তুর বাদক পণ্ডিত ভজন সাপুরি ৭৪ বছর বয়সে পরলোক গমন করেন। তিনি ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে।
11/11বিখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংও ২০২২ সালেই সুরলোকে চলে যান। তিনি একাধিক রোগ নিয়ে নানা জটিলতায় ভুগছিলেন। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর মারা যান।