অন্তঃসত্ত্বা জনপ্রিয় ইউটিউবার আলানা পাণ্ডে। সম্পর্কে অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন আলানা। অনন্যার কাকার মেয়ে তিনি। গত বছর ১৬ই মার্চ বিদেশি প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলানা। এবার সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইভর ম্যাক্রো এবং আলানার কোল আলো করে আসছে পরিবারের নতুন অতিথি। বৃহস্পতিবার মুম্বইয়ে বাপের বাড়িতে সাধ খেলেন আলানা। অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্যা পাণ্ডে, অভিনেত্রীর চর্চিত প্রেমিক আদিত্য রয় কাপুর, গৌরী খান এবং বিপাশা বসুর মতো বলিউড সেলিব্রিটিরা।
আলানার সাধ অনুষ্ঠান
মার্কিন যুক্তরাজ্যে থাকেন আলানা এবং আইভর। কিন্তু মুম্বইয়ে সাধের অনুষ্ঠান হল আলানার। অনন্যা ইনস্টগ্রাম স্টোরিতে বোনের সাধের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। অন্তঃসত্ত্বা আলাদা সাধের অনুষ্ঠানে সাদা রঙের গাউন পরেছিলেন। অনন্যা স্ট্র্যাপলেস মিনি ড্রেস বেছে নিয়েছিলেন। ছবিগুলি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মাসিরা, শিশুর মায়ের সঙ্গে’। স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়াও বেবি শাওয়ারে তুতো বোনেদের সঙ্গে ছবি শেয়ার করেছেন।
আমন্ত্রিতদের তালিকা ছিল তারকা-খচিত
শানায়া কাপুর, মাহিপ কাপুর, আলিজেহ অগ্নিহোত্রী এবং নির্ভান খানের মতো অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন। চিনোস এবং একটি ডেনিম শার্ট পরে অনুষ্ঠানে যোগ দেন আদিত্য রয় কাপুর। ডেনিম লুক দেখা মেলে গৌরী খানের।
আলানার বেবি শাওয়ারে স্বামী, সন্তান নিয়ে হাজির হয়েছিলেন বিপাশা বসুও। ছোট্ট মেয়ে দেবীকে কোলে নিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপাশা-করণ। ছোট্ট দেবীর সেই ছবিই নজর কেড়েছে অনুরাগীদের। দেবীকে দেখে যেন নজর ফেরাতে পারছেন না কেউই। বিপাশা কন্যার মিষ্টি হাসি মন জয় করে নিয়েছে সকলের। এদিন হাসিমুখে সমস্ত পাপারাৎজির সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দেন বিপাশা। পাপারাৎজিদের দেখে হাতও নাড়িয়েছেন এই খুদে।
চাঙ্কি পান্ডের ভাই চিক্কি পাণ্ডে এবং স্ত্রী ডিনের কন্যা আলানা। ববি দেওল ছাড়াও সলমন খানের মা সুশীলা চরক, হেলেন এবং বোন আলভিরা এবং অর্পিতাও আলানার সাধের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
লিঙ্গ-প্রকাশ
সদ্য ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে হবু সন্তানের লিঙ্গ প্রকাশ করেছেন আলানা এবং আইভর। সাদা কেক কাটতে হাতে ওয়াইনের গ্লাস ব্যবহার করেছেন দম্পতি। আর কেক তোলার পর দেখেছেন রংটা নীল। ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের হবু ছেলেকে দেখার অপেক্ষায়’।