২০২৩-এর ২ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ‘পথচলা’। অবশেষে দেখতে দেখতে ৩০০ পর্ব পার করে ফেলল জি বাংলার ধারাবাহিক ‘মন দিতে চাই’। আর তাই সিরিয়ালের সেটে জমিয়ে হল সেলিব্রেশন। কেক কেটে আনন্দ উদযাপন করলেন সিরিয়ালের তারকারা। ছিলেন সিরিয়ালের নায়ক-নায়িকা ঋত্বিক মুখোপাধ্যায়, অরুণিমা হালদার সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা।
বৃহস্পতিবার 'মন দিতে চাই'-এর সেটে আনা হয়েছিল সিরিয়ালের নাম ও ৩০০ পর্ব লেখা সুন্দর একটা কেক। সেটাই প্রথম কাটতে এগিয়ে আসেন অভিনেত্রী অরুণিমা হালদার। অরুণিমার হাতের উপর হাত রেখে কেক কাটলেন ঋত্বিক মুখোপাধ্যায়। তারপর ঋত্বিকই বাকিদের ডেকে আনেন। তাঁরাও এসে কেক কাটায় হাত লাগালেন। শুধু কেক কাটাই নয়, সঙ্গে জ্বলে ওঠে রঙিন বাতি।
অরুণিমাকে বলতে শোনা গেল, ‘৩০০ পর্ব কমপ্লিট হয়েছে। সেই উদ্দেশ্যেই লাইভ করা, আপনাদের সকলকে কেকটা একবার দেখিয়ে দি…।’ তারপর সামনে ফোনটা বাড়িয়ে দিয়ে এক কুশলীকে অরুণিমা অনুরোধ করেন, ‘কেউ একটু প্লিজ ফোনটা ধরে থাকুন, অনুরোধ করছি..’। কেক কাটার সঙ্গে সকলকে হাততালি দিতেও দেখা গেল। কেক কেটে অরুণিমা সামনের একজনকে সেটা খাইয়ে দিলেন। তারপর বাকিদেরও ধীরে ধীরে কেক খাওয়ানো হল। দেখুন সেই মুহূর্তের কিছু ঝলক।
এদিকে ‘মন দিতে চাই’ সিরিয়ালের পর্বে দেখা গিয়েছে খুব শীঘ্রই মা হতে চলেছে তিতির। গত ৪ মার্চের পর্বে তিতিরকে বলতে শোনা গিয়েছে 'আমরা এখন থেকে এই ঘরে আর ২ জন নয়, তিনজন থাকব।' এরপরই মজা করে সোমরাজকে বলতে শোনা যায়, ‘আমার ঠিক বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাস করো আমি এখনও কনফিউড যে কীভাবে বিষয়টা ঘটল! সেই একই সুরে সুর মিলিয়ে তিতিরও বলে, ‘আমিও ঠিক বুঝতে পারছি না কী করে যে ঘটে গেল!’ আর তখন সোমবার আরেকটু মজা করে বলে, আসলে যেটা প্রশ্ন, ‘সেটা হল ঘটালোটা কে?’ তিতির ফোঁস করে উঠে তখন বলেন, ‘এই কে ঘটাল মানে!’ তারপরই দুজনের মধ্যে মজাদার তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়।