বাংলা নিউজ > বায়োস্কোপ > Jagaddhatri Exclusive: ৫০০ পর্ব পার! ডবল সেলিব্রেশন জগদ্ধাত্রীর সেটে, ১ নম্বরে থাকার রহস্যটা কী? জবাব অঙ্কিতা-সৌম্যদীপের

Jagaddhatri Exclusive: ৫০০ পর্ব পার! ডবল সেলিব্রেশন জগদ্ধাত্রীর সেটে, ১ নম্বরে থাকার রহস্যটা কী? জবাব অঙ্কিতা-সৌম্যদীপের

জগদ্ধাত্রীর সেটে সেলিব্রেশন 

Jagaddhatri Exclusive: ‘আমাদের অনস্ক্রিন রসায়ন পছন্দ বলেই, দর্শক বাস্তবে আমাদের একসঙ্গে দেখতে চায়', ৫০০ পর্বের মাইলস্টোন ছুঁয়ে বললেন স্বয়ম্ভূ। 

টিআরপি এদিক থেকে ওদিক হলেই এখন দু-মাসেও বন্ধ হয়ে যাচ্ছে মেগা সিরিয়াল। সে জায়গায় সাফল্যের সঙ্গে ৫০০ পর্ব পার করল জি বাংলার জগদ্ধাত্রী। বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম হিট মেগা ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়াল। আরও পড়ুন-পর্ণা-সৃজনের চরম রোম্যান্স কাজে এল না! ৫০০ পর্বে এসেও বেঙ্গল টপার জগদ্ধাত্রী, বাকিরা কে কোথায়?

বৃহস্পতিবার দুপুরে ডবল সেলিব্রেশনে মাতলেন জ্যাস-স্বয়ম্ভূরা। ৫০০ পর্ব পূরণের দিনেই টিআরপি তালিকায় ফের এক নম্বরে এই মেগা। বছরের শুরুটাও বেঙ্গল টপার হিসাবই করেছিল এই ধারাবাহিক। এদিন সেটে শ্যুটিংয়ের পাশাপাশি চলল হই-হুল্লোড়, কেক কাটার পর্ব আর জমিয়ে খাওয়া-দাওয়া। প্রযোজনা সংস্থার তরফে সম্মানিতও করা হয় সিরিয়ালের কুশীলবদের।

গতে বাঁধা বাংলা সিরিয়ালের চেয়ে একটু অন্যরকম জগদ্ধাত্রী। ফ্যামিলি ড্রামা, রোম্যান্সের পাশাপাশি এই সিরিয়াল জুড়ে রয়েছে অ্যাকশন আর রোমাঞ্চ। জ্যাস ম্যাজিকে বুঁদ আট থেকে আশি। এদিন হিন্দুস্তান টাইমস বাংলাকে অঙ্কিতা হাসিমুখে বললেন, ‘সেলিব্রেশন হল আর মারপিটও হল। শ্যুটিং কিন্তু বন্ধ নেই। তবে ভীষণ ভালো লাগছে। সবার ভালোবাসায় আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। ৫০০ পর্ব পূর্ণ করতে পেরেছি। দর্শকদের অনেক ধন্যবাদ। আর এটা সম্ভব হয়েছে দাদা ও তাঁর লেখনির জন্য।’

হ্যাঁ, জগদ্ধাত্রীর সাফল্যের যাবতীয় ক্রেডিট স্নেহাশিস চক্রবর্তীর কলমেই দিলেন অভিনেত্রী। জগদ্ধাত্রীর হিরো স্বয়ম্ভূ কী বলছেন? ‘প্রথমেই দর্শকদের ধন্যবাদ দেব, প্রথম দিন থেকে তাঁরা আমাদের পাশে রয়েছেন। আর স্য়ার, তিনি এত সুন্দর করে গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছেন যে মানুষ কোনওসময়ই বোরিং ফিল করেন না। তাই তো ৫০০ পর্ব পার করেও আমরা ১ নম্বরে আছি’, অকপট সৌম্যদীপ।

এটাই সেরা নিউ ইয়ার গিফট মেনে নিলেন নায়ক। সৌম্যদীপ জানান, ‘একদম, এটা আমার জীবনের একটা গোল্ডেন মেরোরিজ হিসাবে থাকবে। স্নেহাশিস স্য়ারের হাত ধরেই আমার অভিনয় সফর শুরু। ত্রিশূল আমার প্রথম প্রোজেক্ট কী ছিল, সেখান থেকে জগদ্ধাত্রী। আমি আপ্লুত’।

দর্শক মহলে অঙ্কিতা-সৌম্যদীপের রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। সেই প্রসঙ্গে জ্যাস স্য়ানালের বেটার হাফ বললেন, ‘আমাদের অনস্ক্রিন রসায়ন পছন্দ বলেই, দর্শকের মনে হয় এটা যদি রিয়েল লাইফে হত। সেটা একটা এক্সপেকটেশন, একটা ভালো লাগা। তাই এই জুটিটা নিয়ে এত চর্চা। আমার তো ভালোই লাগে, আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা লোকে এত পছন্দ করছে, বেশ ভালো।’

এদিন চ্যানেলের এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল টিম জগদ্ধাত্রীর জন্য। অ্যাকশন দৃশ্যের শ্যুটের মাঝেও কব্জি ডুবিয়ে খেয়েছেন সব্বাই। অঙ্কিতা বললেন, ‘আমি ডায়েট করি না, সবকিছু খাই। আজও প্রচুর খেয়েছি। আজ খুব ভালো দিন। খুব ভালো কাটল। বাড়ি ফিরেও সেলিব্রেশন চলবে। ফ্যানেদের ভালোবাসার জন্যই সবটা, সবাইকে একটাই কথা বলব এইভাবেই পাশে থেকো।’  

বায়োস্কোপ খবর

Latest News

এভাবেও ফিরে আসা যায়! অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান ভিডিয়ো: পাকিস্তানের মাঠে, বাবর আজমের সামনে পাক সমর্থকের হাতে বিরাট কোহলির জার্সি অনুষ্ঠিত হল জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ষষ্ঠ বিজনেস সামিট ‘কাজের পদ্ধতি আলাদা, মানিয়ে নিতে হবে’! নতুন কোচিং স্টাফ নিয়ে বললেন রোহিত শর্মা… IND vs BAN: প্রত্যেক দল ভারতকে হারাতে চায়, কিন্তু আমরা… বাংলাদেশ নিয়ে অকপট রোহিত চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, মন্ত্র পাঠ থেকে প্রসাদ বিতরণ, ১৮ বছর ধরে একই আবেগ এই রাশির জন্য সুখ নিয়ে আসছে চন্দ্রগ্রহণ, আগামী দিনগুলো কাটবে সফল্যের সঙ্গে লং ড্রাইভে, বর অর্ণব চৌধুরীর সঙ্গে রোম্যান্টিক রুম্পা দাস ভোটমুখী ঝাড়খণ্ডে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তদন্তে ইডি ফের কাছাকাছি! এবার প্রসেনজিৎকে নিজের হাতে নানান পদ রেঁধে খাওয়াবেন ঋতুপর্ণা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.