বাংলা নিউজ > টুকিটাকি > Asthma Cure: হাঁপানি আছে? রেহাই দেবে নয়া চিকিৎসা, ফের ছুটতে পারবেন ৪০-র পরেও

Asthma Cure: হাঁপানি আছে? রেহাই দেবে নয়া চিকিৎসা, ফের ছুটতে পারবেন ৪০-র পরেও

অনেকেই হাঁপানির সমস্যায় ভোগেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

অ্যাজমা বা হাঁপানির কারণে শ্বাসকষ্ট অনেকের সারা জীবনের সমস্যা৷ ওষুধ হিসেবে নিয়মিত কর্টিসন নিলেও পার্শ্ব-প্রতিক্রিয়ার ধাক্কা সামলাতে হয়৷ একেবারে নতুন ধরনের চিকিৎসা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে৷

অ্যাজমা বা হাঁপানির কারণে শ্বাসকষ্ট অনেকের সারা জীবনের সমস্যা৷ ওষুধ হিসেবে নিয়মিত কর্টিসন নিলেও পার্শ্ব-প্রতিক্রিয়ার ধাক্কা সামলাতে হয়৷ একেবারে নতুন ধরনের চিকিৎসা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে৷

সন্তানদের সঙ্গে খেলতে গিয়ে হাঁপিয়ে না উঠে বলের পিছনে ছোটা ডিয়র্ক ব্যোমের জন্য বেশ কঠিন ছিল৷ তাঁর বড়ই শ্বাসকষ্ট হত৷ নিজের সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার কখনও অ্যাজমা অ্যাটাক হয়নি, যার ফলে মুখ নীল হয়ে যায়৷ কিন্তু সারাক্ষণ নিঃশ্বাস নেওয়ার সময় চাপ বোধ করতাম৷ মনে হত, যেন ফুসফুসের উপর কিছু একটা চেপে রয়েছে৷ ফলে অনেক শক্তি দিয়ে বাতাস নিতে হত৷'

ভাগ্য ভালো যে ৪২ বছর বয়সি মানুষটি আবার খেলাধুলো করতে পারছেন৷ তাঁর কঠিন অ্যালার্জিক অ্যাজমা রয়েছে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়ে উঠেছে৷ কর্টিসন ওষুধের ডোজ বাড়িয়েও লাভ হয়নি৷

বহুকাল ধরে ডাক্তাররা কাশি ও শ্বাসকষ্টের মতো অ্যাজমার উপসর্গের চিকিৎসা করে প্রাণঘাতী শ্বাসকষ্টের আশঙ্কা দূর করার চেষ্টা চালিয়ে গিয়েছেন৷ কিন্তু এক বিশেষজ্ঞ চিকৎসকের মতে, বর্তমানে এমন মনোভাব পুরোপুরি সেকেলে হয়ে গিয়েছে৷ অ্যাজম বিশেষজ্ঞ হিসেবে প্রো. মারেক লমাচ বলেন, ‘আধুনিক থেরাপির আওতায় আমরা রোগীদের এমন ওষুধ দেই, যা সমস্যা সৃষ্টি হতেই দেয় না৷ অর্থাৎ রোগীকে নিয়মিত যত কম ডোজ সম্ভব ওষুধ খেতে হলেও তার আর শ্বাসকষ্ট হয় না৷ তাকে হাসপাতালে যেতে হয় না, একেবারে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে৷'

ডিয়র্ক ব্যোমেকে তথাকথিত ‘বায়োলজিক্স' ওষুধ খেতে হচ্ছে, যা আসলে জৈব উপায়ে সৃষ্টি করা অ্যান্টিবডি৷ সেই চিকিৎসায় সুফল পাওয়া যাচ্ছে৷ শুধু বছরে দুই বার তাঁকে চেকআপ করাতে হয়৷ ডাক্তারি পরিভাষায় ডিয়র্কের শ্বাসকষ্ট ‘আপার নর্মাল রেঞ্জ'-এ রয়েছে৷ পালমোনোলজিস্ট হিসেবে ড. সসেমিরা হাইন বলেন, ‘সব মিলিয়ে খুবই ভালো ফল পাওয়া যাচ্ছে৷ ‘ক্লিনিকাল পিকচার' অর্থাৎ তাঁর সার্বিক অবস্থা খুবই ভালো৷ ফলে নানা সম্ভাব্য পার্শ্ব-প্রতিক্রিয়া সর্বস্ব কর্টিসন ওষুধ দিতে হয়নি৷'

ক্রনিক অ্যাজমার কারণে ডিয়র্ক ব্যোমের ফুসফুসের ক্রিয়া কিছুটা সীমিত হলেও বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন৷ তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে৷ অথচ নতুন থেরাপি শুরু হবার আগে জীবন অনেক কঠিন ছিল৷ স্প্রে অথবা ট্যাবলেটের আকারে সব সময়ে কর্টিসন নিতে হত৷ তা সত্ত্বেও তিনি প্রায় প্রতিদিন অসুস্থ বোধ করতেন৷ ডিয়র্ক বলেন, ‘নানারকম পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণে ভালো বোধ করতাম না৷ হাত কাঁপত, হাই ডোজের কর্টিসনের কারণে চঞ্চল থাকতাম৷ তা সত্ত্বেও উন্নতি হয় নি৷'

কর্টিসন প্রয়োগ করে দীর্ঘমেয়াদী থেরাপি যে উপকারের বদলে বেশিরভাগ ক্ষেত্রে অপকার করে, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে৷ তা সত্ত্বেও ডিয়র্ক ব্যোমের ডাক্তার শ্বাসনালীর ক্রনিক ইনফ্লামেশন নিয়ন্ত্রণে রাখতে কর্টিসনকে অপরিহার্য মনে করছেন৷ অবশ্যই বায়োলজিক্স ওষুধের পাশাপাশি সেটি নিতে হচ্ছে৷ এভাবে প্রত্যেক রোগীর জন্য সুনির্দিষ্ট থেরাপির ব্যবস্থা করা হচ্ছে৷ প্রো. মারেক লমাচ বলেন, ‘আজকাল স্পষ্ট বলতে হয় কার কী ধরনের অ্যাস্থমা রয়েছে৷ অ্যালার্জি আছে কী নেই৷ অথবা কারও নির্দিষ্ট বায়োমার্কার রয়েছে, অতীতেও রোগের ইতিহাস রয়েছে৷ বার বার হাসপাতালে যেতে হয়েছে৷ মা বা সন্তানদের কোন রোগ ছিল বা আছে৷ বর্তমানে সেই সব তথ্য একত্র করে রোগীর জন্য সুনির্দিষ্ট থেরাপি স্থির করতে হয়৷ সেই থেরাপি অত্যন্ত কার্যকর৷''

ডির্ক ব্যোমে নতুন থেরাপিতে ইতিবাচক সাড়া দিচ্ছেন৷ মাসে নিজেই তিনি দুটি করে ইঞ্জেকশন নেন৷ তখন থেকে শরীর-স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হয়ে চলেছে৷

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

টুকিটাকি খবর

Latest News

KKR vs PBKS Live Score Updates, IPL 2024: আজ ইডেনে পঞ্জাবকে হারাতে মরিয়া কেকেআর হাসপাতালে কচি বউ-কে সারারাত আগলে কাঞ্চন, কবে বাড়ি ফিরবেন শ্রীময়ী? এখন কেমন আছেন মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি সুন্দরী, অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় Kolkata Knight Riders বনাম Punjab Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ঝপ করে পড়ল শেয়ার, ১.৩ বিলিয়ন ক্ষতির মুখে, বড় ঝামেলায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫০বার! 'অযোগ্য' হয়ে একে অপরের হাত ধরছেন, এবারও তাঁদের যোগ্য প্রমাণ করবে দর্শক? ‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.