পুজো এসেই গেল প্রায়। নবরাত্রি তো শুরু হয়েই গেছে। এখন ঘরে ঘরে পুজোর প্ল্যানিং, শেষ মুহূর্তের শপিং, ইত্যাদি চলছে। সঙ্গে চলছে পাড়ায় পাড়ায় শেষ মুহূর্তের তোড়জোড়। সঙ্গে পাল্লা দিয়ে চলছে শরীর চর্চা এবং রূপচর্চা। কিন্তু চুলের যত্ন নিচ্ছেন কী? সেকি নিচ্ছেন না? নিলেও ঠিকঠাক ফল পাচ্ছেন না? চুল রুক্ষ হয়ে গিয়েছে? নিষ্প্রাণ দেখাচ্ছে? তাহলে দ্রুত চুলের যত্ন নেওয়া শুরু করুন। মন দিয়ে শেষ কটা দিন চুলের যত্ন নিন।
পুজোর আগেই যদি সুন্দর, সিল্কি এবং স্মুথ চুল পেতে চান তাহলে অবশ্যই টকদইয়ের সাহায্যে চুলের যত্ন নিন। টকদইতে রয়েছে একাধিক পুষ্টি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই চুল ভালো রাখতেও সাহায্য করে থাকে। ফলে আর যে কত বাকি আছে চুলে নিয়মিত টকদই লাগান। এতে যেমন চুলের উজ্জ্বলতা বাড়বে, তেমনই চুল শক্তপোক্ত হবে।
কিন্তু কী করে দই ব্যবহার করতে হবে জানেন না? আসুন দেখে নেওয়া যাক। টকদইয়ের সাহায্যে কীভাবে চুলের যত্ন নেবে দেখে নিন।
চুল পড়া রোধ করে: চুলের ফলিকলে দই অনেকটা পুষ্টি সরবরাহ করে থাকে। আপনি তাই যদি চুল পড়া কমাতে চান তাহলে রোজ মেথির পেস্টের সঙ্গে দই মিশিয়ে সেটা চুলে লাগান। অনেকটা উপকার পাবেন। এটার জন্য এক চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সেটা মিক্সিতে বেটে নিন। তারপর তার সঙ্গে দুই চামচ দই মিশিয়ে মাথায় লাগান। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করে নিন। মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড। এটি মৃত কোষ দূর করতেও সাহায্য করে থাকে। একই সঙ্গে চুলে একাধিক পুষ্টি জোগায় দই, যেমন বায়োটিন, জিঙ্ক, ইত্যাদি। ফলে চুলের গোড়া শক্ত হয়।
খুশকি কমায়: খুশকি কমাতে দই ভীষণ সাহায্য করে থাকে। এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোবায়োটিক, সহ একাধিক অন্যান্য গুণ যা খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। এটার জন্য এক চামচ বেসন এবং আধ কাপ দই মিশিয়ে মাথায় ত্বকে লাগান। মিনিট কুড়ি রেখে শ্যাম্পু করে নিন। পাবেন দারুন উপকার।
কন্ডিশনার: শুষ্ক, নিস্তেজ চুলকে আবার প্রাণ জোগায়, চুলের জেল্লা ফেরায় দই। এটা কন্ডিশনারের কাজ করে থাকে। তাই রোজ শ্যাম্পু করার পর চুলে আধ কাপ দই লাগান। তারপর একটুখানি রেখে চুল ধুয়ে ফেলুন। সঙ্গে দিতে পারেন মধু।
চুল উজ্জ্বল করে: ঝলমলে চুল চান? তার জন্য ব্যবহার করুন দই। এক্ষেত্রে দই এবং ডিম দুটো একসঙ্গে মিশিয়ে চুলের মাস্ক হিসেবে ব্যবহার করুন। দারুন ফল পাবেন। এছাড়া চাইলে হেনা পাউডার মেশাতে পারবেন।
চুলকানি কমায়: মাথার ত্বকে চুলকানি হচ্ছে? কিছুতেই সেটা কমছে না? তাহলে দইয়ের সঙ্গে লেবুর রস এবং এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেটা মাথায় লাগান। এতে চুলকানির উপসম হবে।