ব্রেন টিজার বা এই ধরনের মজার ধাঁধা সমাধান করতে অনেকেই পছন্দ করেন। বিষয়টা অনেকটা নেশার মতো একবার এক একটি ধাঁধা সমাধান করলে মনে হয় করে যেতেই থাকি। আপনিও কি এই একই দলে পড়েন? তাহলে এই ভিডিয়ো আপনার মন ভালো করে দেবেই। একই সঙ্গে পাবেন ভরপুর বিনোদন। ইউটিউবে শেয়ার হওয়া এই ভিডিয়োতে একাধিক ইমোজির কম্বিনেশন দেখা যাচ্ছে, আর সেখান থেকেই গেস করতে হচ্ছে সবজির নাম। কী তবে তৈরি তো? চলুন দেখা যাক কী কী আছে সেখানে।
প্ল্যানেটওয়ার্ম রিডিলস অ্যান্ড টেস্ট নামক এক ইউটিউব চ্যানেলের তরফে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর এটি দুর্দান্ত সব পাজেল দিয়ে ভর্তি। ছোটবেলায় আমরা যে খেলাগুলো ম্যাগাজিনের পাতায়, খবরের পাতায় দেখতাম সেটাকেই যেন নতুন ভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই ধাঁধাগুলোর মধ্যে কিছু আপনি সহজেই বুঝলেও বাকিগুলো মাথা ঘুরিয়ে দেবে বইকি। তাহলে একবার চেষ্টা করে দেখবেন নাকি?
এই ভিডিয়োতে একাধিক প্রশ্ন আছে, আর সবই তৈরি করা হয়েছে একাধিক ইমোজি দিয়ে। এই ইমোজির ধাঁধায় লুকিয়ে আছে উত্তর, ফলে এই ইমোজিগুলোকে মিশিয়ে আপনাকে বলতে হবে সেগুলো কোন সবজি। আপনাকে কিছু সময় দেওয়া হবে ভাবার জন্য, তারপরই স্ক্রিনে ফুটে উঠবে উত্তর।
দেখুন সেই ভিডিয়ো।
কী পারলেন উত্তরগুলো দিতে? নাকি বেশ কঠিন ছিল? এই ভিডিয়োতে কিন্তু ভরে ভরে কমেন্ট এসেছে। কেউ জানিয়েছেন, 'আমার বর ১২টা পেরেছে। আমি ১০টা। ভীষণ ভালো ভিডিয়োটা। আশা করি এমন আরও ভিডিয়ো পাব।' আরেক ব্যক্তি লেখেন, 'বেশ মজার অথচ খেলা। আমার তো দারুণ লাগল।' অন্য এক নেটিজেনের মতে, 'আমি তো সব কটাই বলতে পারলাম। হেব্বি মজা লেগেছে।'
ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউজ পেয়েছে এই ভিডিয়ো। আপনি নিজে কটা সঠিক উত্তর দিতে পারলেন?