বাগমারীর জর্জ বাগানে প্রতি বছরের মতো এই বছরেও আয়োজন করা হয়েছে থিম পুজোর। প্রতিবারই এখানে দর্শনার্থীদের ঢল নামে। আর তাই সেই কথা মনে রেখেই এবার যথেষ্ট পরিমাণে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে জর্জ বাগানের পুজোয়। তাই আপনি যদি এই পুজোর এবারের থিম দেখতে চান তাহলে নির্দ্বিধায় চলে আসুন।
জর্জ বাগানের দুর্গাপুজো এবার ৩০ বছরে পড়ল। আর অন্যান্য বারের মতোই এবারেও এই পুজোতে দেখা যাবে একটি দারুন থিম। এই পুজো উদ্যোক্তারা এবার যে থিম বেছেছেন সেটা হল বাঁধন। কিন্তু কোন বাঁধনে তাঁরা দর্শনার্থীদের বাঁধতে চান?
বন্ধনের সেতুতে এবার এই পুজোর দেবী সপরিবারে অধিষ্ঠান করবেন সাবেকি সাজে। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মণ্ডপের কাজ চলছে। এই পুজো যেমন একদিকে ঐতিহ্যের, তেমনই আরেকদিকে পরিবেশবান্ধব। এবার মাতৃ মূর্তি তৈরি করছেন শিল্পী সুব্রত পাল। দেখা যাবে প্রতিবারের মতোই আলোর খেলা। কিন্তু আলোকসজ্জায় নতুন কী চমক থাকবে সেটা এখনও জানা যায়নি। এই পুজোর এবারের বাজেটে হচ্ছে ২০ থেকে ২৫ লাখ টাকা।
তাই আপনি যদি ঐতিহ্য সঙ্গে থিমের মিশেলের সাক্ষী থাকতে চান তাহলে পুজোর সময় অবশ্যই একবার এখান থেকে ঘুরে যাবেন।