বাংলা নিউজ > টুকিটাকি > Dol 2023 best songs: ‘হোলি কে দিন’ না ‘বসন্ত এসে গেছে’? আপনার প্লেলিস্টে দোলের সেরা গানগুলি থাকছে তো
দোলের দিন আবির খেলার পাশাপাশি গান নাচ খাওয়াদাওয়া নিয়ে হইচই ব্যাপার হয়। এই দিন কিন্তু কিছু গান গানের তালিকায় না থাকলেই নয়।
- রবীন্দ্রসঙ্গীত: বাঙালি মানেই রবীন্দ্রনাথের সঙ্গে গভীর সম্পর্ক। তাই বসন্ত উৎসব নিয়ে লেখা গানগুলো এই দিনের গানের তালিকায় থাকতেই পারে।
- বাংলা গানের পাশাপাশি থাকতে পারে হিন্দি গান। শোলে ছবির ‘এ হোলি কে দিন’ গানটি বেশ জমাটি গান। এটিকেও আপনি গানের তালিকায় রাখতে পারেন।
- ২০১৩ সালে মুক্তি পায় ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি। ওই ফিল্মের ‘বালাম পিচকারি’ গানেই কোমর দুলুক এবার। হইহুল্লোড়ের পারদ চড়ানোর জন্য এই গানটিই যথেষ্ট!
- ২০১৪ সালে মুক্তি পাওয়া চতুষ্কোণ ছবির ‘বসন্ত এসে গেছে’ গানটিকে অবশ্যই দোলের গানের তালিকায় রাখুন। লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া গানটি শুনলেই মনে হয় হ্যাঁ, এই তো বসন্ত উৎসব, রঙিন হওয়ার সময় এসে গিয়েছে।
- ২০১৯ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি গোত্র'র ‘নীল দিগন্তে’ গানটিকেও এই তালিকায় রাখা যেতে পারে। এটি আদতে রবীন্দ্র সঙ্গীত হলেও এই ছবিতে লিরিক্স বদলে রিমিক্স ভার্সন গাওয়া হয়েছে। তাই গানটিকে আপনি আপনার প্লেলিস্টে এদিন রাখতে পারেন।
- ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবি বাজিরাও মাস্তানি ‘মোহে রং দো লাল’ গানটিও রাখতে পারেন এই তালিকায়। দীপিকার সেই অসাধারণ নাচ মনে রাখার মতো। পণ্ডিত বিরজু মহারাজ এবং শ্রেয়া ঘোষালের এই গান আলাদা মাত্রা যোগ করবে বসন্তের উৎসবে।
- গানের তালিকা তৈরি করতে হলে বলা যায় ১৯৭৩ সালে মুক্তি পাওয়া বসন্ত বিলাপ ছবির ‘ও শ্যাম যখন তখন’ গানটির কথা। অপর্ণা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির গানটিকে এদিনের তালিকায় রাখতে পারেন।
- মাধুরী দীক্ষিত অভিনীত গুলাব গ্যাং ছবি থেকে ‘রঙ্গি সারি’ গানটিও এই তালিকায় রাখুন। একটি মিষ্টি ঢঙের গান এটি। হইহুল্লোড়ের পরিবেশে শান্ত ভাব আনতে দারুণ পারে এই গান।
- সব ধরনের গান যখন হলই, হোলিতে লোকগীতিই বা বাদ যাবে কেন! এই দিনের তালিকায় রাখতে পারেন বসন্ত বহিল সখি থেকে রঙ্গিলা রে মন, পিন্দরে পলাশের বন ইত্যাদি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup