২০০ বছরের দীর্ঘ পরাধীনতার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা অর্জন করে ভারত। সেই স্বাধীনতার আজ ৭৫তম বর্ষপূর্তি। সেই কারণে সমগ্র ভারতবাসীর কাছে এই দিনটি খুবই বিসেষ। এই উপলক্ষে নিজের দেশের সহনাগরিক, বন্ধু বা আত্মীয়দের শুভেচ্ছা জানান। তবে কী বার্তা পাঠাবেন? নিচে রইল কিছু উদাহরণ ও নমুনা:
১) এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের দেশের শান্তি ও ঐক্য সুরক্ষিত রাখার শপথ গ্রহণ করি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২) যাঁরা এই দেশ গড়েছে, সেই স্বাধীনতা সংগ্রামীদের বলিদান কখনও ভোলার না। জয় হিন্দ! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৩) মনে থাকুক স্বাধীনতার স্মৃতি, হৃদয়ে থাকুক বিশ্বাস। স্বাধীনতা দিবসে রাষ্ট্র নির্মাতাদের স্যালুট জানাই আমরা।
৪) আমাদের স্বাধীন করার জন্য অত্যাচার, ত্যাগ, বলিদান স্বীকার করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। ১৫ অগস্ট তাঁদের মনে করে ও সম্মান জানাতে চাই। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৫) আমরা সবাই আলাদা হয়েও আমরা স্বাধীনতার সূত্রে এক সুতোয় গাঁথা। এই দিনটিকে কখনও ভুলে না গিয়ে আমাদের স্মরণ করা উচিত যে এই স্বাধীনতা অর্জন করা কত কঠিন ছিল। এই সুন্দর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৬) বহু বছরের স্বাধীনতা সত্ত্বেও এখনও অনেক সমস্যার সমাধান করা বাকি। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এক হয়ে কাজ করে স্বাধীনতা দিবসের দিনটিকে আরও অর্থবহ করে তোলা যাক।
৭) স্বাধীন দেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমাদের। এর জন্য আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানানো উচিত। যাঁদের ত্যাগের কারণে এই দিনটি আমরা পালন করতে পারছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৮) প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশকে উন্নত করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করি এস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।
৯) একটি রাষ্ট্র তার জনগণকে নিয়েই গড়ে ওঠে। তাঁদের কাজ ও অভিপ্রায় থেকে জানা যায় যে তাঁরা নিজের রাষ্ট্রের কেমন ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১০) মননে স্বাধীনতা, হৃদয়ে বিশ্বাস, আত্মায় গর্ব এবং আমাদের রক্তে থাকুক দেশের প্রতি ভালোবাসা। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।