বাংলা নিউজ > টুকিটাকি > Happy International Men's Day: আন্তর্জাতিক পুরুষ দিবস, আপনার প্রিয় পুরুষকে পাঠিয়ে দিন আজকের শুভেচ্ছাবার্তা

Happy International Men's Day: আন্তর্জাতিক পুরুষ দিবস, আপনার প্রিয় পুরুষকে পাঠিয়ে দিন আজকের শুভেচ্ছাবার্তা

আন্তর্জাতিক পুরুষ দিবসে কী লিখবেন প্রিয়জনদের?

International Men's Day Wishes: আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন আপনার প্রিয় পুরুষটিকে। কী লিখবেন তাঁকে? জেনে নিন, এখান থেকে। 

শনিবার, ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। এই দিনে আপনার বহু পছন্দের মানুষই আপনার থেকে অনেক দূরে রয়েছেন। ফোনেই তাঁদের পাঠিয়ে দিন এই দিনটির শুভেচ্ছাবার্তা। 

কী লিখবেন তাঁদের? জেনে নিন এখান থেকে। 

  • আজকের দিনটি তোমার জন্য। তোমার মতো করে যাঁরা কঠোর পরিশ্রম করে সমাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, তাঁদের জন্য। তোমার দিনটি খুব ভালো কাটুক। রইল আন্তর্জাতিক পুরুষ দিবসের অনেক শুভেচ্ছা।
  • এই সমাজে নারী এবং পুরুষের ভূমিকা সমান-সমান। তা নিয়ে কোনও সন্দেহ নেই। এমন একটি দিনে সমাজের সেই অর্ধেক চালিকা শক্তিকে জানাই শুভেচ্ছা। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস।
  • বহু সময়েই পরিস্থিতির চাপে পুরুষরা তাঁধের মনের কথা খুলে বলতে পারেন না। সব চাপ সহ্য করেও তাঁদের দায়িত্ব সামলে যেতে হয়। আজকের এই দিনে তেমন পুরুষদেরই জানাই শুভেচ্ছা। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস।
  • নারীরা ছাড়া যেমন আমাদের জীবন সম্পূর্ণ অচল। পুরুষরা ছাড়াও তাই। প্রত্যেক মানুষের জীবনেই যেমন বাবা এবং মায়ের আলাদা আলাদা ভূমিকা আছে, সমাজ চালাতেও তাই. এমন দিনে তাই আমার সমস্ত পুরুষ বন্ধু এবং সহযোদ্ধাদের জানাই আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।
  • যেখানেই থাকো, আজকের দিনটি আনন্দে থাকো, ভালো থাকো। এ বছর কাছাকাছি থাকলে নিশ্চয়ই তোমার জন্য বিশেষ কিছুর আয়োজন করতাম। কিন্তু আপাতত দূর থেকেই জানাই আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।
  • জীবনে দায়িত্ব নেওয়া কাকে বলে, তা শিখেছি তোমার থেকেই। তুমি না থাকলে জানতেই পারতাম না কাঁধে গুরুভার নেওয়ার অর্থ কী। ভালো থেকো। এভাবেই বাকি জীবন সকলকে সামলে রেখো। শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস। 

বন্ধ করুন