বাংলা নিউজ > টুকিটাকি > Hair Care and Beauty Tips: চুল পেকে যাচ্ছে? রং নয়, ঘরোয়া উপাদানেই ভিতর থেকে কালো করবেন কীভাবে

Hair Care and Beauty Tips: চুল পেকে যাচ্ছে? রং নয়, ঘরোয়া উপাদানেই ভিতর থেকে কালো করবেন কীভাবে

পাকা চুল কালো হবে কোন তেলে? (ফাইল ছবি)

নানা কারণে কম বয়সেই চুল পেকে যেতে পারে। রান্নাঘরেই একটি উপাদানেই তা আটকানো সম্ভব।

বয়স বাড়লে, চুল পাকবে— সেটাই স্বাভাবিক। কিন্তু অল্প বয়সেও অনেকের চুল পাকতে থাকে। সাদা চুল পছন্দ নয় বলে, অনেকেই চুলে নানা রকম রাসায়নিক রং ব্যবহার করেন। কিন্তু সেগুলিরও আবার নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তাই চুল কালো করার ইচ্ছা থাকলেও অনেকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে রং করেন না। 

তবে একেবারে ঘরোয়া উপায়েই চুল কালো করা সম্ভব। তার না আছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া, না আছে দ্রুত সেই রং চলে যাওয়ার ভয়। এ জন্য বানিয়ে নিতে হবে তেলের একটি মিশ্রণ। কীভাবে বানাবেন সেটি? রইল সন্ধান।

একেবারে প্রাকৃতিক উপায়ে চুল কালো করার জন্য যে তেলের মিশ্রণটি চাই, সেটি বানাতে লাগবে ২ কাপ সরষের তেল, ১ কাপ নারকেল তেল আর আধ কাপ মেথি গুঁড়ো। উপাদানগুলি মিশিয়ে এক সপ্তাহ ঢাকা দিয়ে রেখে দিন। তার পর থেকে সপ্তাহে দু’বার এই তেল মাথায় লাগান। এক ঘণ্টা রাখুন। তার পরে শ্যাম্পু করে ফেলুন। মাসখানেক পরেই টের পাবেন, চুল কালো হতে শুরু করেছে। 

তবে এর পাশাপাশি খাদ্যাভ্যাসেও নজর দেওয়া দরকার। মাছ, ডিম, শাকসব্জি, বাদাম— এগুলি নিয়মিত খেলে চুলের পুষ্টি হবে।

বন্ধ করুন
Live Score