শীতে ফুল আলো করে রাখে ছাদবাগান। তবে গরমের ফুলের তালিকা খানিক ছোট। সঙ্গে কড়া সূর্যের তাপে লাগে বিশেষ যত্নও। দেখে নিন ছাদে প্রচুর পরিমানে সূর্যমুখী ফোটানোর কিছু টোটকা।
1/5গরমের ফুলের মধ্যে সূর্ষমুখী অন্যতম। রোদের ছটায় এই ফুল যেন আরও বেশি জ্বলজ্বল করে। লাল-হলুদ সূর্যমুখী পাবেন বাজারে। বীজ থেকে লাগাতে পারেন বা দোকান থেকে কিনে আনতে পারেন চারা। দেখে নিন কীভাবে বাড়ির ছাদবাগানে ফুটবে প্রচুর পরিমাণে সূর্যমুখী।
2/5নামেই বুঝতে পারছেন এই গাছের আকার ও ফুল বড় হতে দরকার খুব বেশি সূর্যরশ্মি। এমন দিকে এই গাছ লাগান যেখানে সকালের রোদ গাছ পাবে। মধ্যাহ্নের কড়া রোদে গাছের ক্ষতি হতে পারে। মোটামুটি ৬-৮ ইঞ্চির টবে লাগান এই গাছ।
3/5মরশুমি গাছে সবসময়ই খাবারের চাহিদা বেশি থাকে। তাই নিয়ম করে খাবারের জোগান দিতে হবে। বাড়িতে সরষের ও নিম খোল ও হার গুঁড়ো, সিং কুচি সম পরিমাণে মিশিয়ে তার সঙ্গে ভার্মিকমপোস্ট যোগ করে জৈব সার তৈরি করে নিতে পারেন। অথবা দিতে পারেন রাসায়নিক সার ১৯-১৯-১৯।
4/5১৫ দিন পরপর খাবার দিন। খোল পচা জলও দিতে পারেন। সকালে-বিকেলে গাছে জলও দিতে হবে নিয়ম করে। মনে রাখবেন গরমের এই সময়টায় সকাল ও রাতের তাপমাত্রায় পার্থক্য থাকার কারণে খুব বেশি মাকড় লাগে গাছে। তাই নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। ব্যবহার করতে পারেন নিম তেল।
5/5কীটনাশকের সঙ্গে প্রয়োজন পড়বে ছত্রাকনাশকও। এইসব গাছের কাণ্ড রসালো হওয়ায় ছত্রাক লাগে বেশি। সেক্ষেত্রে সাফ বা ম্যানসার ব্যবহার করতে পারেন। ১৫ দিনে একবার জলে গুলে স্প্রে করে দিন বিকেলের দিকে।