HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > টুকিটাকি > Rabindranath Tagore: ধর্ম আর ঈশ্বরের মাঝে দাঁড়িয়েছিলেন কোন রবি? ফিরে দেখলেন দুই রবীন্দ্র-বিশেষজ্ঞ

Rabindranath Tagore: ধর্ম আর ঈশ্বরের মাঝে দাঁড়িয়েছিলেন কোন রবি? ফিরে দেখলেন দুই রবীন্দ্র-বিশেষজ্ঞ

রবীন্দ্রনাথের অনেকটা আঙিনা জুড়ে ব্যপ্ত তাঁর ধর্মভাবনা। শিশু থেকে শেষ বয়সের নানা লেখায় ঈশ্বর নানাভাবে ফিরে এসেছেন। কে সেই আনন্দময়? দুই রবীন্দ্র বিশেষজ্ঞের আলোচনায় আভাস মিলল তাঁর।

কে ছিল তাঁর চিরসখা?

এক অন্য খোঁজে

রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর ঈশ্বরের সম্পর্কটা বেশ অম্লমধুর। কখনও ‘ছেড়ো না’র (‘চিরসখা’ গানে) আর্তি থেকে তৈরি হচ্ছে ‘এই করেছ ভালো’র দুঃখজ প্রত্যয়। আবার কখনও ‘জগতের আনন্দযজ্ঞে’ নিমন্ত্রণ পেয়েছেন বলে ধন্য তাঁর ‘মানবজীবন’। পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এক অনুষ্ঠানে বলেছিলেন, মঙ্গলকাব্যের সময় থেকেই বঙ্গজাতি দেবতাদের সঙ্গে এক প্রিয়ত্বের সম্পর্ক গড়ে তুলেছে। রবীন্দ্রনাথ যেন সেই সম্পর্কের শৈল্পিক প্রলেপ ও অবশ্যই ‘অন্য’ একটি মাত্রা। সেই অন্য মাত্রাটি কী?

চেতনার ব্যপ্তির নিরিখে মাঝে মাঝে কবির ধর্মভাবনা দূরূহ বলে মনে হয়। তাঁর প্রবন্ধে, বক্তৃতায়, গানে, কবিতায় রয়েছে এক গভীরতম স্পর্শের উল্লেখ। তাই প্রশ্ন জাগে, দুঃখ থেকে সুখের পথে, কষ্ট থেকে প্রত্যয়ের যাত্রায় কে ছিল তাঁর মননের ছায়াসঙ্গী? ফুরায়ে ফেলে কেই বা তাঁকে ভরেছিল নব নব জীবনে!

তার ‘ধর্ম’ বুঝবার আয়োজন

যতদিন গিয়েছে, প্রিয় মানুষেরা স্মৃতি হয়েছে, ততই রবীন্দ্রনাথের ‘আত্মীয়’ হয়ে উঠেছেন তাঁর ঈশ্বর। একান্তের প্রতি কবির আবেগও হয়েছে তীব্র। এমন ব্যপ্ত যে রবীন্দ্রনাথ, তাঁর ঈশ্বরের খোঁজ কোন সুরে সুর মেলালে পাওয়া যেতে পারে? বিশিষ্ট প্রাবন্ধিক সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য সেই সূত্রে বললেন এক সংহত ভাবের কথা। তাঁর কথায়, ‘রবীন্দ্রনাথের ঔপনিষদিক চিন্তা ওঁর সারা জীবনের গভীর উপাদান। আমরা যে আধুনিক সময়ের মানুষ, সেখানে ওঁর চিন্তাগুলি নানা কারণে স্পষ্ট ধরা পড়ে না। যে সমস্ত ধারণা, শব্দ ও প্রত্যয় দিয়ে ওই জগৎটা তৈরি, আমরা তার বাইরে। ওই জগতের থেকে যেন একভাবে বিচ্ছিন্ন। তাই তিনি যে জগতকে বিবৃত করতে চান, তা বুঝতে নিজেদের কিছুটা ভাঙচুর করে নিতে হবে। তিনি লিখছেন একটি ছোট বালুকণার মধ্যেও অসীমের স্পর্শ রয়েছে। বালুকণা শেষ, তারপরেই শুরু না-বালুকণার।‌ ফলে বালুকণা কিন্তু না-বালুকণা সমুদ্রেই রয়েছে। এই কথা ওই তরুণ বয়সেই তাঁর মনে আসছে! পরে ঔপনিষদিক মন যখন আরও পরিণত হয়েছে, ততই দানা বেঁধেছে এই ভাবনাগুলো।’

ওঁর ঔপনিষদিক মন

কথায় কথায় উঠে এল রবীন্দ্রনাথের বিজ্ঞান চিন্তার কথাও। ঈশ্বরকে কাছে পেতে যুক্তিবাদী মনকে বিসর্জন দেননি কবি। সৌরীনবাবুর কথায়, ‘ওঁর গানের মধ্যে অবলীলায় আসছে ‘মানব তুমি অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে ভ্রমিছ’। তাঁর অসীম ও ব্রহ্মাণ্ডের ধারণার সঙ্গে ‘মানব’ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিজ্ঞান চিন্তাতেও জড়িয়ে সেভাবে রয়েছে মানবরূপ।

ওঁর ঔপনিষদিক মন আর মানব দৃষ্টির সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে চৈতন্য

রবীন্দ্রনাথের ধর্মচিন্তা কথা এলেই চলে আসে পুরুষকারের ধারণা। কথা প্রসঙ্গে সৌরীনবাবু তুললেন তাঁর এক গানের কথা। ‘সঞ্চার করো সকলে কর্মে শান্ত তোমার ছন্দ, অন্তর মম বিকশিত করো….।’- এই শান্ত ছন্দ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই রয়েছে, কিন্তু কোথাও একটা যেন অসীমের সঙ্গে মিলিত হয়ে রয়েছে। যেমন সংগীততত্ত্ব, ধ্বনিতত্ত্বে রয়েছে ‘অনাহত নাদ’ শব্দটি। অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করে লেখা ‘পঁচিশে বৈশাখ’ কবিতার মধ্যে রবীন্দ্রনাথ নিজেই বলছেন, ‘এই যে তোমরা আমার কাছে এসেছ, আমাকে জেনেছ কি, আমাকে দেখেছ কি? জেনেছ আমার মধ্যে কি বিরাট এক অসম্পূর্ণতা?’ রবীন্দ্রনাথও যে সম্পূর্ণ রবীন্দ্রনাথ হয়ে উঠেননি, বরং হয়ে উঠছেন, এ তার বড় প্রমাণ। এক সুরে চলা কবিতাটা ওই মুহূর্তে এসে হঠাৎ যেন ঝাঁঝিয়ে উঠছে। এ তাঁর ভিতরকার তীব্রতা, সংহতির প্রসব।’

সম্প্রদায় ভাবনার গোড়া

ধর্মের থেকে ধর্মীয় আচার, রীতিকানুন প্রধান হয়ে উঠছে। এও কিন্তু ভারতের বুকে এক স্বাভাবিক দৃশ্য। কিন্তু শেষ বৈশাখের এই ভারতসন্তানের মধ্যে সেদিক থেকেও বোনা ছিল আলাদা সুরের বীজ। কবির ধর্মভাবনার কথা এলে সেদিকটা না বললেই নয়, জানালেন সৌরীনবাবু। বললেন, ‘আচার যে ধর্মের সঙ্গে জড়িয়ে গিয়ে সম্প্রদায় ভাবনা উসকে দেয়, তাও ওঁর একটা উপন্যাসে ফুটে উঠেছে। ‘গোরা’ উপন্যাসে গোরা খুব সংস্কারবদ্ধ ছিল। তারপর যখন সে জানতে পারে আনন্দময়ী তার মা নয়, তখন বিপুল বিস্ময়ে উচ্চারণ করছে, ‘তুমি আমার মা নও!’। রবীন্দ্রনাথও একাধিক জায়গায় বলেছেন, তাঁর সম্প্রদায়ভুক্ত ভাবনা ভাবতে ভালো লাগে না। পিতৃসূত্রে প্রাপ্ত ব্রাহ্মধর্মের সঙ্গেও একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। শিলাইদহে যখন পল্লীগঠনের কথা ভাবছেন, তখন তথাকথিত হিন্দু সম্প্রদায় নানান রকম বাধা তৈরি করেছে। সেই সূত্রে এক জায়গা তিনি লিখলেন, এভাবে আইডিয়ালাইজ করে হিন্দু ধর্ম সম্পর্কে ভাবতে ভালো লাগে না। তখন তাঁর বয়স মাত্র ৩০-এর কোঠায়! অর্থাৎ জীবনটাকে পূর্ণ সংহতির জীবন হিসেবে ভাবলে অনেকটা সহজ হয়ে যায় তাঁর কথাকে বোঝা। তাঁর অখন্ড চৈতন্যভিত্তিক তীব্র তেজের কথা মাথায় রাখলে ধর্ম সম্পর্কিত নানা লেখা ‘মানুষের ধর্ম’ থেকে ‘রিলিজিয়ন অফ ম্যান’ সবের মধ্যেই যোগসূত্র খুঁজে পাওয়া যায়।’

ধর্মের এ-ই সম্প্রদায়গত সংকীর্ণ রূপটি রবীন্দ্রনাথের বিরক্তির কারণ

রবীন্দ্রনাথের আগ্রহ সেই কাঙ্খিত কল্যাণময়ের প্রতি! সম্প্রদায়ের সংকীর্ণ রূপ বড় বিরক্তি ছিল কবির, সে কথাই জানালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রবীন্দ্র-চিন্তক বিশ্বজিৎ রায়। সাম্প্রতিককালে দেশের চেহারা নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন, ‘বর্তমান ভারত দলগত ও সম্প্রদায়গত ধর্মের বিষয়ে কৌতূহলী। রাজনৈতিক কারণেই ধর্মকে ব্যবহার করা হচ্ছে। ধর্মের এ-ই সম্প্রদায়গত সংকীর্ণ রূপটি রবীন্দ্রনাথের বিরক্তির কারণ। সে বিরক্তির প্রকাশ গোরা ও ঘরে-বাইরে উপন্যাসে চোখে পড়ে। ধর্ম তাঁর মতে ব্যক্তিগত উপলব্ধি, চিত্তের বিকাশে মানুষ যখন অপরের সঙ্গে একাত্মতা বোধ করেন তখন তিনি মানুষের ধর্মে উপনীত হন। এ-ই ধর্ম দেশ কালের খণ্ডতাকে অতিক্রম করতে পারে।’

মানুষ ও ঈশ্বর — পরস্পর নির্ভর?

রবীন্দ্রনাথের ঈশ্বরবোধের খোঁজেই এই বিশেষ আয়োজন। দুই রবীন্দ্র চিন্তকের কথায় কথায় খুঁজতে চাওয়া তাঁর সেই ঈশ্বরকে — যার জন্য কবির ‘আঁখি জাগে’! রবীন্দ্রনাথের এমন ব্যপ্ত সমুদ্রে তাঁকে স্পষ্ট করে পাওয়া দূরূহ‌। না পেলেই বোধহয় ভালো। কারণ একবার পেয়ে গেলে আর অবশিষ্ট থাকে না পাওয়ার অশেষ কাতরতা। বরং এই খোঁজে তাঁর আভাস মিলল কিছুটা। বাকি যে সিংহভাগ অধরা, তাঁর খোঁজেই আমাদের জীবনযাত্রা। সে শুধু রবীন্দ্রনাথের নয়, যা কিছু কল্যাণময়, তা তো সকলেরই। শব্দের পরিসরে নয়, জীবনের বোধ দিয়েই তাঁর সত্যিকারের খোঁজ করা চলে। অতএব এই শব্দ-আয়োজনের শেষ প্রান্তে এসে সে পথের অভিমুখেই যাত্রা শুরু!

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

টুকিটাকি খবর

Latest News

ব্যারাকপুরে হাল ফেরাতে বদ্ধপরিকর ‘লাল’,হুডখোলা গাড়িতে দেবদূতের প্রচারে শ্রীলেখা 'প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, অভিযুক্তরা প্রভাবশালী বলেই মুখ্যসচিবের পেন উঠছে না' পদে নয় পথে আছি, ধরা গলায় স্লোগান তুলে কেঁদে ফেললেন ‘একলা’ কুণাল ‘‌তৃণমূল আর বিজেপি হল, একই মুদ্রার এপিঠ–ওপিঠ’‌, চাপে পড়ে বয়ান বদল অধীরের বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল সৌমিত্রের দলকে গোহারান হারিয়েছিলেন! জন্মদিনে রইল সত্যজিতের ক্রিকেটপ্রেমের গল্প 'ওর কোনও দোষ নেই', T20 বিশ্বকাপে রিঙ্কুকে না রাখার আসল কারণ ফাঁস করলেন রোহিতরা '৩০০ পার অসম্ভব' বিজেপির ৪০০ পার নিয়ে জোর ঠাট্টা করলেন শশী থারুর 'মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাশ করি', পর্দার ডাঃ সূর্য কলেজের গণ্ডি পার করেননি! কংগ্রেসের সমালোচনা করলেই পরীক্ষায় 'পুরো নম্বর', বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ

Latest IPL News

বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.