ডাক্তারের সঙ্গে কথা বলে দেখুন। আপনি যদি এখন ফিট থাকেন, তাহলে দয়া করে কাজে ফিরে আসুন। স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত এক মহিলাকে অনুরোধ জানিয়ে ইমেল করেছেন অফিসের ম্যানেজার। সম্প্রতি, অনলাইনে ভাইরাল হওয়া এক কলেজ পড়ুয়ার পোস্ট দেখে অবাক সকলেই। কতটা অমানবিক হলে এমনটা করা সম্ভব! উঠছে প্রশ্ন।
আয়ারল্যান্ডের ব্যবহারকারী, মায়ের অফিসের ম্যানেজারের কাছ থেকে আসা ইমেলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে মহিলার চিকিৎসা পরিকল্পনার বিশদ সহ কাজ করার জন্য তাঁর ফিটনেসের বিবরণ নিয়ে কাজে ফিরতে অনুরোধ করার হয়েছে৷ ইমেলটি ওই মহিলার অসুস্থতাকেও উপেক্ষা করে করা হয়েছে। কোনও সহানুভূতি দেখানো হয়নি। এমনকি পরের দিন তাঁকে একটি অফিস মিটিংয়ে যোগ দিতেও বলা হয়েছিল। ওই ভাইরাল পোস্টে ছেলেটি জানিয়েছেন যে তাঁর মা ১৮ মাস ধরে স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়াই করা সত্ত্বেও কাজে ফিরে আসার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, ওই পড়ুয়ার মা একটি দোকানের সুপারভাইজার। ভবিষ্যতে সুস্থ হয়ে কাজে ফিরে আসতে চান তিনি। কিন্তু এই মুহূর্তে তাঁর অসুস্থতার কারণে পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। পড়ুয়ার বাবা মারা গিয়েছেন। তাই পরিবারের খরচ সামলাতে পড়াশোনা শেষ করে চাকরি করতে চান তিনি। পড়ুয়া জানিয়েছেন, তাঁর মা চাকরি ছাড়তে চান না। আবার কাজ করতে পারবেন বলে তিনি আশাবাদী। এদিকে ডাক্তারাও বলছেন, রোগটি এখনও চতুর্থ পর্যায়েই রয়েছে। যদিও চিকিৎসায় তাঁর অবস্থা স্থিতিশীল। দীর্ঘদিন ধরে কেমোথেরাপির চলছে। বিস্বাস রয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
খুব স্বাভাবিকভাবেই, পোস্টটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। দোকানের ম্যানেজারের সংবেদনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মন্তব্যে, নেটিজেনরা ওই কোম্পানির অমানবিক মনোভাব সামনে আনতে মিটিং রেকর্ড করার পরামর্শ দিয়েছেন। অনেকেই আবার অসুস্থতায় সহানুভূতি না দেখানোর জন্য ব্যবস্থাপকের তীব্র নিন্দাও করেছেন। একজন বলেছেন, 'ভগবান, এমন বস যেন কারও না থাকে।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি আপনার মায়ের জন্য খুবই দুঃখিত। যতই কাজ থাকুক, মানুষের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া।'
তৃতীয় জন নিজের ২৫ বছর আগের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, পঁচিশ বছর আগে, আমি ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিলাম। তবুও কোম্পানি আমাকে ভাতা দিতে চায়নি। আপনার মায়ের বস কোম্পানির প্রধান না হলে, আপনি কোম্পানির প্রধানকে কল করতে পারেন। আমিও তাই করেছিলাম এবং তারপর দুই-সপ্তাহের জন্য ছুটি এবং বেকারত্ব ভাতাও পেয়েছিলাম।