কোথাও বেড়াতে যাচ্ছেন? বা সামনেই কোনও বড় অনুষ্ঠান আছে? এদিকে আপনার ত্বকের জেল্লা হারিয়েছে! ভাবছেন কোন উপায়ে হারানো গ্ল্যামার ফেরত পাবেন, কোন প্রাকৃতিক টোটকা ব্যবহার করবেন? তাহলে বলি চটজলদি জেল্লা পেতে চাইলে কেবল প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করলে হবে না। মুখে ব্রণ, ফুসকুড়ি, ইত্যাদির থেকে মুক্তি পেতে চাইলেও কেবল ঘরোয়া টোটকায় সহজে ফল পাবেন না। তাই বেড়াতে যাওয়া হোক বা কোনও অনুষ্ঠান ঝটপট করিয়ে ফেলুন এই স্কিন ট্রিটমেন্ট। ফিরে আসবে আপনার ত্বকের জেল্লা।
কোন ট্রিটমেন্ট করলে বাড়বে ত্বকের জেল্লা?
এলইডি লাইট থেরাপি: এই থেরাপি ভীষণই সহজলভ্য আর ভালো কাজ দেয়। মাত্র ২০ মিনিটের এই থেরাপিতে আপনার ত্বকের হারানো জেল্লা ফিরে আসবে। দূর হবে আপনার শুষ্ক স্কিনের সমস্যাও। সঙ্গে যদি আপনার একজিমার সমস্যা থাকে সেটাও দূর হবে। এই ট্রিটমেন্ট একবার করলে ফল পাবেন ২-৩ মাস।
ফেসিয়াল: বেড়াতে যাওয়ার আগে অবশ্যই ফেসিয়াল করান। আজকাল বিভিন্ন ধরনের ফেসিয়াল করানো যায়, পছন্দ মতো একটা বেছে নিন, যেমন অক্সিজেন ফেসিয়াল, হাইড্রেট ফেসিয়াল, ইত্যাদি। এসব ফেসিয়াল করলে ত্বকের নানা সমস্যা অনেকটাই দূর হয়।
লেজার স্কিন রিসারফেসিং: আপনি যদি ব্রণর দাগ থেকে ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি এই ট্রিটমেন্ট বেছে নিতে পারেন। বয়সজনিত কারণে ত্বক কুঁচকে গেলেও আপনি এই ট্রিটমেন্টের উপর ভরসা করতে পারেন। এই ট্রিটমেন্টের প্রভাব প্রায় ১ বছর থাকে।
বোটক্স এবং ফিলার: চটজলদি উপায়ে যদি ত্বকের জেল্লা ফেরাতে চান এর থেকে ভালো কিছু হয় না। যদিও অনেকেই এই ট্রিটমেন্ট করতে ভয় পান। তবে এই ট্রিটমেন্ট করলে বলিরেখা তো বটেই, বয়সজনিত নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি একবার করলে এই প্রভাব ১ বছর পর্যন্ত থাকে।